শনিবার, ২২ জুলাই, ২০১৭, ১২:৫০:৪৬

টাইগার তামিমের সামনে আরও একটি মাইলফলক

 টাইগার তামিমের সামনে আরও একটি মাইলফলক

স্পোর্টস ডেস্ক: বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরেই বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার তামিম ইকবাল। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। সর্বশেষ আইসিসির মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টাইগার তামিমের সামনে আরও একটি মাইলফলক।

বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন এই টাইগার হার্ড হিটার। সেই তামিম ইকবালের সাফল্যের মুকুটে এবার যুক্ত হচ্ছে আরও একটি পালক। বর্তমানে বিশ্বের তৃতীয় সেরা ওপেনার এই ড্যাশিং ক্রিকেটার।

চলতি বছর অর্থাৎ ২০১৭ সালে এখন পর্যন্ত ওয়ানডেতে তামিমের গড় ৬৯.২২, যা তার ক্যারিয়ার-সেরা বাৎসরিক গড়। ১১টি ম্যাচে মাঠে নেমে ১০ ইনিংস খেলা তামিম চলতি বছর ৬২৩ রান করার পাশাপাশি হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরি।

নিউজিল্যান্ডের মার্টিন গুপটিল ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের পর গত দুই বছরের বিশ্ব-ক্রিকেটের পরিসংখ্যান আমলে নিলে, বর্তমান সময়ে তামিমই হচ্ছেন বিশ্বের তৃতীয় সেরা ওপেনিং ব্যাটসম্যান।

গত দুই বছরে তামিম খেলেছেন মোট ২৪টি ওয়ানডে ইনিংস, যেখানে তার গড় ৫৬.৬৬ এবং মোট রান ১১৯০। অন্যদিকে কিউই ক্রিকেটার মার্টিন গাপটিল ৩৪ ইনিংস খেলে করেছেন ১৬৫০ রান, তার গড় ৫৬.৮৯। আবার অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৬৫.৪৮ গড়ে ১৮৯৯ রান করেছেন ৩১টি ইনিংস খেলে।

সেই হিসেবে তামিমের উপরে আছেন শুধু গাপটিল এবং ওয়ার্নারই। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের পক্ষে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রান তামিমেরই; টি-২০’তে তার অবস্থান দ্বিতীয়।
২২ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে