শনিবার, ২২ জুলাই, ২০১৭, ০২:০২:৪০

রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকালেন ওয়েসেলস

রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকালেন ওয়েসেলস

স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ম্যাচে ১৯, দ্বিতীয় ম্যাচে ৯। রিকি ওয়েসেলস অবশেষে তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন, ঝোড়ো সেঞ্চুরিতে গড়লেন রেকর্ড।

ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে কাল নটিংহামশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে ৫৪ বলে ১১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওয়েসেলস। নটিংহামশায়ারের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন তিনি।

ট্রেন্ট ব্রিজে ওপেনিংয়ে নামা ওয়েসেলস সেঞ্চুরি পূর্ণ করেন ৫০ বলে। ১৬তম ওভারে আউট হওয়ার আগে ৫৪ বলে ১১ চার ও ৭ ছক্কায় ১১০ রানের ইনিংসটা সাজান তিনি। এ ছাড়া ব্রেন্ডন টেলর ৪২ বলে অপরাজিত ৬৭ ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান ১৮ বলে করেন অপরাজিত ৩২ রান। নটিংহামশায়ার ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ ২২৭ রান।

জবাবে ওয়েইন ম্যাডসেনের ৪৪ বলে অপরাজিত ৮৬ রানের ঝোড়ো ইনিংসের পরও ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২২ রানের বেশি করতে পারেনি ডার্বিশায়ার। ৪৪৯ রানের ম্যাচ নটিংহামশায়ার জেতে ৫ রানে। টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে এটি নটিংহামশায়ারের প্রথম জয়। ডার্বিশায়ারের পঞ্চম ম্যাচে দ্বিতীয় হার।
২২ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে