শনিবার, ২২ জুলাই, ২০১৭, ০২:৩৪:৫২

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে মাশরাফির হুংকার

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে মাশরাফির হুংকার

স্পোর্টস ডেস্ক: সূচি অনুযায়ী একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সাউথ আফ্রিকা যাওয়ার কথা আছে বাংলাদেশ ক্রিকেট দলের।  আসন্ন সিরিজকে সামনে রেখে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা ভালো করার ব্যাপারে আশাবাদী।

এ প্রসংগে তিনি বলেন, “ওদের মনে হয় যে এখানে (বাংলাদেশে) ওদের কাজটা একটু কঠিন।  এটাকে আমি বলবো সুযোগ হিসেবে নিতে। আমাদের সক্ষমতা আছে আফ্রিকায়ও ভালো খেলার।  তবে আফ্রিকায় খেলার আগে আমরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টে ভালো খেলতে পারি, তবে আমরা আত্মবিশ্বাসী থাকবো। ” সাউথ আফ্রিকা নিজেদের মাটিতে সব সময়ই অন্যতম শক্তিশালী একটি দল।  এমনকি অস্ট্রেলিয়া ও ভারতের মত দল পাত্তা পায় না তাদের মাটিতে খেলতে গিয়ে।

তবে ওইখানে কি খেলাটাকে সুযোগ হিসেবেই দেখছেন ম্যাশ।  তিনি যোগ করেন, “দক্ষিন আফ্রিকার মাটিতে আসলে ভারত বা অস্ট্রেলিয়ার মতো অনেক প্রতিষ্ঠিত দলও ভালো করতে পারেনা।  তো আমাদের জন্য এটা বড় একটা সুযোগ আমি বলবো।  কেননা সবাই চাপে থাকে। দক্ষিন আফ্রিকা আমাদের এখানে আসলেও ওরা চাপেই থাকে। ” উল্লেখ্য যে, বাংলাদেশ ক্রিকেট দলের আগামী মাসে একটি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।  এরপরই টাইগাররা আফ্রিকা সফরে যাবে।
২১ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে