শনিবার, ১২ আগস্ট, ২০১৭, ০৫:৪০:১৭

উল্টো পথে হাটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি

উল্টো পথে হাটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি

স্পোর্টস ডেস্ক: দলের কৃতিত্বের পেছনে নির্বাচকদেরও অবদান আছে। ভালো মানের দল গঠন করার স্বীকৃতি স্বরুপ গত শুক্রবার নির্বাচক প্যানেলকে ১৫ লাখ করে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট  বোর্ড (বিসিসিআই)।

অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাটছে ঠিক তার উল্টো পথে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের পারফরম্যানস ভালো হলেও সেই ভালো রেজাল্টের জন্য সেরা দল গঠনের পুরস্কার জোটেনি নির্বাচকদের। উল্টো প্যানেল থেকে দু’একজনকে ছেটে সংক্ষিপ্ত করা হচ্ছে।

বিসিবি সুত্রে জানা যায়, মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেলে আর থাকছেন না সাজ্জাদ আহমেদ শিপন। গত বছরের জুনে ছয় সদস্যের নির্বাচক প্যানেল দুই স্তরে করা হয়। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন এবং সাজ্জাদ আহমেদ শিপনের সাথে জুড়ে দেয়া হয় জাতীয় দলের ম্যানেজার, কোচ, এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানকে।

সাজ্জাদ আহমেদ শিপন, তিনি তার পুরোনো জায়গায় ফিরে যাবেন। দীর্ঘদিন ধরেই বয়সভিত্তিক দলগুলোর নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন সাবেক ক্রিকেটার শিপন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে