সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ০২:২৩:৪৬

নেইমারের রেকর্ড ভেঙ্গে মেসিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার!

 নেইমারের রেকর্ড ভেঙ্গে মেসিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার!

স্পোর্টস ডেস্ক: শোনা যাচ্ছে, নেইমারের চেয়েও বেশি মুল্যে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ! বার্সেলোনার সাথে নতুন চুক্তির কথা থাকলেও মেসি এখনও তাতে স্বাক্ষর করেন নি ।  মেসি বার্সার সাথে নতুন মেয়াদের চুক্তিতে সই না করায় টেকে পেতে এখন হাত বাড়াতে চায় ম্যান সিটি ।

রোববার ফ্রান্সের ইয়াহু স্পোর্টস এমনই বোমা ফেলেছে ইউরোপের প্রচার মাধ্যমে । যা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগে নি । চলতি মাসের ৩১ তারিখে শেষ হচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের দলবদলের সময়সীমা । এর আগেই ম্যান সিটি চায় লিওনেল মেসিকে দলে ভেড়াতে ।
 
২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফার মুল্যে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে নাম লিখিয়েছে ব্রাজিলের সুপারস্টার নেইমার।  নেইমার চলে যাওয়ার সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারে নি স্পেনের জায়ান্টরা ।

এই মুহূর্তে ম্যান সিটির কোচ হিসেবে আছেন পেপে গার্দিওলা ।  যিনি বার্সার সিসিয়র দলে মেসিদের কোচ ছিলেন ২০০৮ থেকে ২০১২ সাল অবধি ।  এই সময়ে পেপের অধীনে কাতালানরা পায় ইতিহাসের সেরা সাফল্য ।  পেপের অধীনেই মেসি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ।  সেই পেপে এখন আবার তার পুরনো সাগরেদকে চাইছেন নিজের দলে ।

জানা গেছে , লিওনেল মেসির জন্য বার্সার নির্ধারিত ৩০০ মিলিয়ন ইউরোর রিলিজ আউট ক্লজ শোধ করেই তাকে কিনতে আগ্রহী ম্যান সিটি ।  জা বাংলাদেশের টাকায় প্রায় উনত্রিশ শো কোটি টাকা! এমন হলে নেইমারের রেকর্ড ভেঙ্গে মেসিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ।
২১ আগষ্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে