সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ০৩:১২:৩৪

পিএসএলে আফ্রিদিদের দলে খেলবেন দুই চীনা ক্রিকেটার

পিএসএলে আফ্রিদিদের দলে খেলবেন দুই চীনা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বেশ কয়েকবছর ধরেই ক্রিকেট নিয়ে কাজ করছে চীন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) হয়ে চীন ক্রিকেটে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন। এবার চীনের ক্রিকেটের উন্নতিতে নতুন দ্বার খুলে দিলো পাকিস্তান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসরে দুইজন চিনা ক্রিকেটার খেলবে।

চীনা ক্রিকেটারদের এই সুযোগ করে দিচ্ছে পেশোয়ার জালমি। দুজন ক্রিকেটারের সাথে এরই মধ্যে চূড়ান্ত কথা হয়ে গেলেও তাদের নাম জানানো হয়নি। আগামী মাসে পেশোয়ার জালমি প্রধান জাভেদ আফ্রিদি বেইজিং সফরে গেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা যায়।

চীন ক্রিকেটে সহোযোগিতা প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘চীনে ক্রিকেট ছড়িয়ে দিতে পাকিস্তান সহযোগিতা করছে। ক্রিকেটের প্রতি চীনের তরুণদের বেশ আগ্রহও লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মধ্যে ক্রিকেটকে পরিচিত করতে আমরা বেশ কয়েকটি ম্যাচ আয়োজন করেছি। খেলা দেখতে দর্শক টানার জন্য আমরা ফ্রি যানবাহনের ব্যবস্থা করেছি।’

আরব আমিরাতের পর পাকিস্তানের এবার চীনেও নিরপেক্ষা ভেন্যু করার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমনটাই জানালেন আফ্রিদি।
২১ আগষ্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে