সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ০৩:২৩:৫৩

পিএসজিতে আবারও নেইমারের গোল বন্যা

পিএসজিতে আবারও নেইমারের গোল বন্যা

স্পোর্টস ডেস্ক: নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) গিয়ে স্বরূপে নেইমার। বার্সেলোনায় যেখানে শেষ করেছিলেন পিএসজিতে গিয়ে যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন ব্রাজিলের এ স্ট্রাইকার। ফরাসি লীগ ওয়ানের চলতি মৌসুমে পিএসজির প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। কিন্তু গুইনগাম্পের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই অভিষেক হয়ে যায় তার। অভিষেকেই নিজে এক গোল করার পাশাপাশি এক গোলে অ্যাসিস্ট করেন। আর দ্বিতীয় ম্যাচে নেইমার দেখালেন আরো উজ্জ্বল চেহারা।

তোলুসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এতে নেইমারের অবদান দুই গোল ও দুই অ্যাসিস্ট। নতুন ক্লাবের হয়ে দুই ম্যাচে নেইমারের নামের পাশে তিন গোল ও তিন অ্যাসিস্ট যোগ হলো। পিএসজি’র মাঠে এটি ছিল নেইমারের প্রথম ম্যাচ। এদিন প্রথম ম্যাচে পিএসজির প্রথম গোলটি করেন তিনি। এদিন ১৮ মিনিটে গ্রাডেলের গোলে এগিয়ে যায় সফরকারী তোলুস। তবে ৩১ মিনিটে স্বাগতিক পিএসজিকে সমতায় ফেরান নেইমার। এর চার মিনিটে বাদে পিএসজিকে এগিয়ে দেন র‌্যাবিওট। এই গোলে অ্যাসিস্ট ছিল নেইমারের। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় পিএসজি। এরপর দ্বিতীয়ার্ধে দীর্ঘ সময় ছিল গোলহীন।

তবে ম্যাচের শেষ ১৭ মিনিটে ৪ গোল করে পিএসজি। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এডিনসন কাভানি। ৮২ মিনিটে পাস্তোরের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এর দুই মিনিট বাদে নেইমারের পাস থেকে কুরজাওয়া স্বাগতিকদের ৫-১ গোলে এগিয়ে দেন।

আর ম্যাচের শেষ বাঁশি বাজার মুহূর্ত কয়েক আগে ম্যাচে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে পিএসজির বড় জয় নিশ্চিত করেন নেইমার। এতে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ পিএসজি। বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো ও সেইন্ট এতিনেও নিজেদের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে তারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।  
২১ আগষ্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে