মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ০৫:২১:১৬

জার্সির ‘মান’ নিয়ে ক্ষুব্ধ বিরাট কোহলিরা

জার্সির ‘মান’ নিয়ে ক্ষুব্ধ বিরাট কোহলিরা

স্পোর্টস ডেস্ক: গত একমাস ধরেই দ্বীপরাষ্ট্রে রয়েছেন বিরাটরা৷ তবে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা যতটা না ভারতকে টক্কর দিচ্ছে তার বেশি টক্কর দিচ্ছে তাপমাত্রা৷ প্রচন্ড গরমে মাঝে মধ্যেই নাজেহাল হয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ তার কারণ কি নাইকির বানানো কিট? ভারতীয় ক্রিকেটাররা তো তাই বলছেন৷

বিরাট অ্যান্ড কোং-এর অভিযোগ,চলতি শ্রীলঙ্কা সিরিজেই নয় বেশ কয়েক মাস ধরেই নাইকি নিৃকৃষ্ট মানের পোষাক সরবরাহ করছে৷ এ’নিয়ে ভারতীয় ক্রিকেটাররা বোর্ডের দুই আধিকারিক রাহুল জোহরি ও রত্নাকর শেট্টির কাছে অভিযোগও করেছেন তারা৷ বোর্ডের দুই আধিকারিক এই ব্যাপারটি সিওএ’র কাছে তুলেছেন৷ সুপ্রিম কোর্ট নিযুক্ত এই কমিটির চেয়ারম্যান বিনোদ রাই এ’ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেছেন৷

নাইকির ব্যাপারে রাহুল জোহরি একটি সংবাদপত্রকে জানান,‘আমরা ওদের (নাইকি) ব্যাপারটা জানিয়েছি৷ ওরা এব্যাপারে সিওএ’র সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছে৷ ওরা যে নিকৃষ্টমানের কিট সাপ্লাই করেছে সেটা মেনে নেওয়া যায় না৷ পরের সপ্তাহেই সিওএ ও নাইকির বৈঠক হবে৷’

২০০৬-এ প্রথমবার ভারতীয় জার্সি প্রস্তুতের দায়িত্ব পায় নাইকি৷ এরপর টানা ১০ বছরের বেশি সময় ধরে তারাই বিরাট-ধোনিদের জার্সি বানিয়ে এসেছে৷ কিন্তু কখনও এব্যাপারে কোনও অভিযোগ ওঠেনি৷ তাহলে এখন কেন হঠাৎ করে অভিযোগ ভারতীয় ক্রিকেটারদের? এব্যাপারে নাইকি ইন্ডিয়ার ‘হেড’ কির্থনা রামকৃষ্ণাণকে প্রশ্ন করা হলে উনি ব্যাপারটি এড়িয়ে গিয়েছেন৷
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে