মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১১:৫৪:০৮

ব্যাটিংয়ে গড় যখন ৪৮৭!

ব্যাটিংয়ে গড় যখন ৪৮৭!

স্পোর্টস ডেস্ক: দলকে জিতিয়ে ফিরতে ওস্তাদ বিরাট কোহলি।  আর তার বড় প্রমাণ হল তার এ বছরের একটি পরিসংখ্যান।  ২০১৭ সালে পরে ব্যাট করে ভারত  জিতেছে এমন ম্যাচে কোহলির গড় পৌঁছেছে ৪৮৭ রানে।  শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংসেই তাঁর গড় এমন অবিশ্বাস্য রূপ ধারণ করেছে।

এ বছর পরে ব্যাট করে ভারত জিতেছে, এমন ম্যাচে কোহলির পাঁচটি ইনিংস হল: ১২২ (বনাম ইংল্যান্ড), ৭৬* (বনাম দক্ষিণ আফ্রিকা), ৯৬* (বনাম বাংলাদেশ), ১১১* (বনাম ওয়েস্ট ইন্ডিজ) এবং ৮২* (বনাম শ্রীলঙ্কা)।

আর তার পাঁচ ইনিংসের চারটিতেই অপরাজিত থাকার কারণেই গড়টা এমন দেখাচ্ছে।  অন্যদিকে ভারতকে জেতানোর কীর্তিতে কোহলি দিনকে দিন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন।  তবে কোহলির আগে ২০১৪ সালে একবার রান তাড়া করে জেতা ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের গড় ৩৩০-এ গিয়েছিল।

তবে শুধু এ বছর নয় তার পুরো ক্যারিয়ারটা জুড়েই প্রমাণ মিলবে ভারতের রান তাড়া করে জয়ে কোহলির অবদান।  সেই সাথে তার ক্যারিয়ারের অর্ধেক রানই এনে দিয়েছেন ভারতের রান তাড়া করে জেতা ম্যাচে।  যেখানে তাঁর গড়ও হয়ে গেছে দ্বিগুণ!

তবে রানের পরিসংখ্যানে কোহলির ওপরে আছেন শচীন টেন্ডুলকার (১২৭ ম্যাচে ৫৪৯০ রান) ও রিকি পন্টিং (১১১ ম্যাচে ৪১৮৬)।  এমনকি রানের রেকর্ডটিও যে কোহলি ভবিষ্যতে নিজের করে নেবেন, তাতে কোনো সন্দেহ নেই।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে