বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ০৯:১৭:৩১

যে কারণে হাথুরুসিংহের প্রতি অখুশি বোর্ড

যে কারণে হাথুরুসিংহের প্রতি অখুশি বোর্ড

স্পোর্টস ডেস্ক: কথায় আছে রশি বেশি টানলে ছিরে যায়। আগে আমার দেশ, এরপর দেশের মানুষের চাওয়াটাকে দেখতে হবে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দল নির্বাচনে নীতিনির্ধারণী বিষয়ে ‘অতিমাত্রায়’ খবরদারী এবং প্রভাব খাটানোয় তার ওপর বেজায় চটেছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারসহ ক’জন বোর্ড পরিচালক।

হাথুরুসিংহের কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে নালিশও করেছেন তারা। বেশ ক’দিন ধরে এ নিয়ে ঢালাওভাবে সংবাদ প্রকাশ ও প্রচার করছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।      

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণায় হাথুরুসিংহের অতিরিক্ত প্রভাব খাটানোর বিষয়টি লক্ষ্য করা যায়। এতে প্রথমে নেয়া হয়নি টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হককে। পরে গণমাধ্যম ও জন-সমালোচনার চাপে মোসাদ্দেক হোসেনের জায়গায় তাকে নেয়া হয়।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথাতেও তা স্পষ্ট হয়ে উঠে। তিনি একরকম সরাসরি বলে দেন, কোচের ইচ্ছাতেই মুমিনুলকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছে।

দল ঘোষণার পরপরই এক বিষয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেন জাতীয় দলের ৪ সিনিয়র ক্রিকেটার। এসময় পয়েট অব ডায়নামো খ্যাত ব্যাটসম্যানকে দলে না রাখায় অসন্তোষের কথা জানান তারা।  এক পর্যায়ে হাথুরুসিংহের মাত্রাতিরিক্ত প্রভাব খাটানোর বিরুদ্ধে সভাপতির কাছে নালিশ করেন।

ওই ৪ ক্রিকেটারের অন্যতম টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি পাপনকে বলেন, টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে প্রথম টেস্টের জন্য দলে মুমিনুলকে রাখতে বলেছিলাম।  তবে আমার মতামতকে পাশ কাটিয়ে দল দেন হাথুরুসিংহে।

কোচের ওপর অসন্তোষ জানিয়েছেন বোর্ডের দুই পরিচালক আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন। তারাও ৪ ক্রিকেটারের কথাতেই সুর মিলিয়েছেন।

গত মার্চে মাহমুদুল্লাহকে শততম টেস্ট থেকে বাদ দেয়া হয়। দেশে পাঠানোরও সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। পরে চারদিকে কড়া প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতির হস্তক্ষেপে তাকে ওয়ানডে দলে রাখা হয়।  পাশাপাশি টেস্ট সিরিজের পর দেশে ফিরিয়ে আনা মেহেদী হাসান মিরাজকে শ্রীলঙ্কায় উড়িয়ে নেয়া হয়।   শোনা যায়, এতেও ছিল হাথুরুসিংহের হাত।
'২২ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে