বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ০৬:৪৬:৪২

'ডি মারিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তি করা অসম্ভব'

'ডি মারিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তি করা অসম্ভব'

স্পোর্টস ডেস্ক: ক্লাব-সমর্থকদের সঙ্গে নির্মম এক রসিকতাই হয়ে গেল।  নেইমার পিএসজিতে যাওয়ার পর থেকে সুখে নেই বার্সেলোনা-সমর্থকেরা।  বারবার চেষ্টা করেও দলে টানতে ব্যর্থ হয়েছে ফিলিপে কুতিনহো ও ওউসমান ডেম্বেলেকে।  পাওলিনহো এসেছেন, কিন্তু মন ভরেনি তাতে।

তার ওপর কয়েক দিন ধরে যোগ হয়েছে মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুজবও।  এরই মাঝে আলোর শিখা হয়ে দেখা দিয়েছিল বার্সেলোনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট।  সেখানে পিএসজি তারকা অ্যাঙ্গেল ডি মারিয়াকে স্বাগত জানিয়ে পোস্ট করা হয়েছিল।  গুজব সত্যি ভেবে উল্লসিত হয়েছিল সারা বিশ্বের বার্সা-সমর্থকেরা।

ডি মারিয়া কিন্তু আসেননি ন্যু ক্যাম্পে।  টুইটার হ্যাক করেই ডি মারিয়াকে নিয়ে এই ‘নির্মম’ রসিকতা।  এই কুকর্মের দায়িত্ব স্বীকার করেছে আওয়ারমাইন নামে সৌদিভিত্তিক একটি হ্যাকিং গ্রুপ।

এদিকে নেইমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কি নিজেদের পায়েই কুড়াল মারল বার্সেলোনা! ফিলিপে কৌতিনহোকে ছাড়বে না লিভারপুল।  জ্যাঁ মাইকেল সেরির আশাও ছেড়ে দিতে হয়েছে কাতালানদের।  ব্যর্থতার তালিকা দীর্ঘায়িত হওয়ার আগেই পিএসজি তারকা অ্যাঙ্গেল ডি মারিয়াকে কিনতে চেয়েছিল বার্সা।  তবে তাতেও বার্সেলোনা সফলতার মুখ দেখবে না বলেই মনে হচ্ছে।

ফরাসি পত্রিকাগুলোর দাবি, পিএসজির মালিক নাসের আল খেলাইফি বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউকে ফোন করে জানিয়েছেন, ডি মারিয়াকে তার দল বিক্রি করবে না।

ফরাসি পত্রিকা লা প্যারিসিয়ানের দাবি, ডি মারিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তি করাটা অসম্ভব।  নতুন মৌসুমে এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার পিএসজিতে থাকবেন বলেই খেলাইফি জোর দিয়ে জানিয়েছেন বলে সংবাদমাধ্যমটির দাবি।

চুক্তির শর্ত ভঙ্গ করায় বার্সেলোনার কাছ থেকে বোনাস  হিসেবে নেয়া ৮.৫ মিলিয়ন ইউরো ১০ শতাংশ জরিমানাসহ ফিরিয়ে দেয়ার জন্য মঙ্গলবার নেইমারের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয় বার্সেলোনা।  এর কয়েক ঘণ্টা পরই ডি মারিয়া ইস্যুতে ব্যর্থতার খবর আসল প্যারিস থেকে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে