বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ০৯:১২:২৮

সৌরভ গাঙ্গুলীকে ক্ষমা চাইতেই হবে; ক্ষোভে উত্তাল রাজ্য!

সৌরভ গাঙ্গুলীকে ক্ষমা চাইতেই হবে; ক্ষোভে উত্তাল রাজ্য!

স্পোর্টস ডেস্ক : আবেগের রং লাল-হলুদ৷ সেই আবেগে একটু টোকা লাগলেই… ব্যাস! ঝলসে উঠবে৷ সেটাই হল৷ এবার ‘দাদা’র বিরুদ্ধে গর্জে উঠল গোটা রাজ্যের সমর্থকরা৷ দাবি জানাল, সৌরভ গাঙ্গুলীকে ক্ষমা চাইতেই হবে৷

ঘটনার সূত্রপাত জি বাংলার ‘দাদাগিরি’র একটি এপিসোডকে ঘিরে৷ মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে সেই এপিসোডটি সম্প্রতি টেলিকাস্ট হয়েছে৷ ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যদের দাবি, সেই এপিসোডে লাল হলুদ আবেগকে আঘাত করেছেন অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গাঙ্গুলী৷

এরপরই নিজেদের ফেসবুক পেজে ঝলসে উঠেছে লাল-হলুদ বাহিনী৷ কেউ কেউ প্রিয় ‘দাদা’র এ হেন মন্তব্যে অভিমান করেছে, কেউ কেউ আবার সৌরভের সমালোচনা করতে গিয়ে চার-ছয় হাঁকিয়েছে৷ এককথায়, একের পর এক স্ট্যাটাসে ফেসবুকের ময়দান ভেসে গিয়েছে৷

প্রকাশ্যে নিজেদের এই অপমান এত সহজে ভোলার পাত্র নয় লাল-হলুদ৷ ২৬ আগষ্ট বিকাল তিনটের সময় পার্ক স্ট্রিটে জি বাংলার অফিসের সামনে বিক্ষোভ দেখাবে তারা৷ সৌরভ গাঙ্গুলীকে ক্ষমা চাওয়ার দাবিতে স্মারকলিপিও দেবে তারা৷

ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার- ফেসবুকে এই পেজটির অ্যাডমিন রবিশঙ্কর সেন বলেন, “দাদাগিরিতে দাদা বলেছেন ওরা (ইস্টবেঙ্গল সমর্থকরা) বেড়া টপকে টপকে এসেছে৷ সাধারণ মানুষ একথা বললেও না হয় ঠিক ছিল৷ কিন্তু দাদার মতো ব্যক্তিত্বের মুখে এধরনের কথা শোভা পায় না৷ উনি আমাদের স্ট্রাগলকে ছোট করে দেখিয়েছেন৷ এরজন্য ওনাকে ক্ষমা চাইতেই হবে৷”

এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জি বাংলা চ্যানেলের মুখপাত্র রণজিৎ দে৷ মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন৷ যে কোনও লড়াইয়ের ময়দানে নিজেদের ‘জাত’ চেনাতে সবসময় তৈরি থাকে লাল হলুদ সমর্থকরা৷ এবারও লড়াকু ইস্টবেঙ্গলিয়ানদের সামনে নতুন চ্যালেঞ্জ৷ প্রকাশ্য অপমানের বদলা নেওয়ার৷
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে