বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ১০:৫৪:৪০

টি-টেনে খেলবেন গেইল-আফ্রিদি-শেবাগ

টি-টেনে খেলবেন গেইল-আফ্রিদি-শেবাগ

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের পর সত্তরের দশকে ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট। এরপর একবিংশ শতাব্দীর মাঝামাঝিতে টি-টোয়েন্টির আগমন। এবার আরো সংক্ষিপ্ততম ফরম্যাটের প্রতিযোগিতামূলক ম্যাচ দেখবে ক্রিকেটবিশ্ব। সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের শেষের দিকে টি-টেনের আসর বসবে।

ফুটবল ম্যাচ দুই অর্ধে খেলা হয় ৯০ মিনিট। টি-টেনও ৯০ মিনিটের মধ্যেই শেষ হবে। কেননা, এক দল খেলবে ১০ ওভার করে। বীরেন্দর শেবাগ, ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, কুমারা সাঙ্গাকারার মতো তারকা খেলোয়াড়রা এরইমধ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোও চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো- টিম পাঞ্জাবিস, টিম পাখতুনস, টিম মারাঠা, টিম বাংলাস, টিম লংকাস, টিম লংকানস, টিম সিন্ধ ও টিম কেরালা। আফ্রিদি পাখতুনকে নেতৃত্ব দেবেন।

আগামী ২১ ডিসেম্বর টি-টেনের প্রথম আসর শুরু হবে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টটির পর্দা নামবে ২৪ ডিসেম্বর।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে