বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪৫:৫৮

ওয়াটসন বললেন, বিপিএলে জিতবে ঢাকা ডায়নামাইটস!

ওয়াটসন বললেন, বিপিএলে জিতবে ঢাকা ডায়নামাইটস!

স্পোর্টস ডেস্ক: নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। বাংলাদেশের ঘরোয়া হাইভোল্টেজ আসরটিতে প্রথমবারের মতো অংশগ্রহন করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

২০১১ সালে মিরপুরের মাঠে ক্যারিয়ারের সেরা ১৮৫ রান নেয়া ওয়াটসন মুখিয়ে আছেন বাংলাদেশে আসতে। ইতোমধ্যে ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুকে একটি ভিডিও বার্তাও দিয়েছেন তিনি।  ভিডিওতে ওয়াটসন বলেছেন, ‘ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলতে আমি মুখিয়ে আছি। ক্রিকেটের প্রতি বাংলাদেশের দর্শকদের নিবেদন এর আগেও দেখা হয়েছে। এবার ঢাকা ডায়নামাইটসের সমর্থকদের মাতাতে আসছি। মাঠে আসুন এবং বিপিএলের উত্তেজনা অনুভব করুন।’

২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিলেন শেন ওয়াটসন। এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন ডানহাতি এ অলরাউন্ডার। তবে ২০১১ সালের সফর তার কাছে বিশেষ কিছু। মিরপুর শের-ই-বাংলায় বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৮৫ রানের ইনিংসটি খেলেছিলেন। ৬৯ বলে সেঞ্চুরি তুলে নেওয়া ওয়াটসন ৯৬ বলে করেছিলেন ১৮৫ রান। ২২ গজের ক্রিজে ঝড় তুলে ১৫ চার ও ১৫ ছক্কায় ইনিংসটি সাজিয়েছিলেন ৩৬ বছর বয়সি এ ক্রিকেটার। ঢাকার ওই ইনিংসটিকে ভুলেননি ওয়াটসন। এবারও একই ফর্ম ধরে রাখার প্রত্যয় তাঁর, ‘শেষ বাংলাদেশ সফরে আমার দারুণ একটি মুহুর্ত রয়েছে। আমি আমার ক্যারিয়ার সেরা ইনিংসটি ওখানেই খেলেছিলাম। আশা করছি ওই ফর্ম এবারও ফিরিয়ে আনতে পারব।’

ভিডিও বার্তায় ঢাকা ডায়নামাইটসের স্লোগান দিতে ভুল করেননি অসি ক্রিকেটার। বলেছেন, ‘জিতবে ঢাকা দেখবে দেশ।’
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে