বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৪৯:৪৩

পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে রাজি ব্র্যাভো-গেইলরা!

পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে রাজি ব্র্যাভো-গেইলরা!

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল- ডু প্লেসিসরা বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে গিয়ে সবার মন থেকে যেন ভয় দূর করে দিচ্ছেন। লাহোরে গতকাল মঙ্গলবার প্রথম ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই শেষ হয়েছে। ওই ম্যাচে ২০ রানে জয়ের পাশাপাশি পাকিস্তান শিবিরে এসেছে আরও এক সুখবর। বিশ্ব একাদশের পর এবার পাকিস্তানের মাটিতে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরের শেষে নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইমরান-আফ্রিদিদের দেশে যাবে ব্রাভো-গেইলরা।

আজ বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, 'পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে।  দুই বোর্ডের মধ্যে পাকা কথাবার্তাও হয়ে গেছে। দ্রুতই ম্যাচের সূচি ঘোষণা করা হবে। '

নভেম্বরের ওই টি-টোয়েন্টির সিরিজের আগে অক্টোবরে পাকিস্তানে খেলতে আসছে ৮ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার শ্রীলঙ্কা। ২৯ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে একটি টি-টোয়োন্টি ম্যাচ খেলবে ম্যাথিউজ-মালিঙ্গারা। পিসিবি চেয়ারম্যান শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আরও একটি ম্যাচ আয়োজনের আশা করছেন।

চলতি বছরের জানুয়ারিতে নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে খেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর সেপ্টেম্বরে আইসিসির বিশ্ব একাদশ দল পাকিস্তানে খেলতে আসার পরই ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডও পাকিস্তান সফরে আসাতে রাজি হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে জঙ্গিহানার ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ করে দেয় আইসিসি। এরপর নিরাপত্তার কারণ দেখিয় পাকিস্তানে খেলেনি কোনো টেস্ট খেলুড়ে দল। তবে ২০১৫ সালে সীমিত ওভারের ক্রিকেট খেলতে পাকিস্তানে পা রাখে জিম্বাবুয়ে।  ওই সিরিজের একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের কয়েকশ গজ দূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। চলতি বছর পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের পর আবারও দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উদ্যোগী হয় আইসিসি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে