সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১০:০৭:২৮

জাতীয় লিগে দুর্দান্ত খেলায় কপাল খুলছে তারকা ব্যাটসম্যানের

জাতীয় লিগে দুর্দান্ত খেলায় কপাল খুলছে তারকা ব্যাটসম্যানের

স্পোর্টস ডেস্ক: প্রোটিয়াদের মাটিতে দীর্ঘ ৯ বছর পর পূর্ণাঙ্গ সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজটিযে তাদের জন্য মোটেও সহজ হবে না অনুমেয়। কারণ দক্ষিণ আফ্রিকার মাঠ কখনই টপঅর্ডার ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে না। আর তা যদি হয় তবে বিপদ অপেক্ষা করছে তামিম-সৌম্যদের জন্য।

সে আর যাই হোক, টাইগাররা কিন্তু ঠিকই প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ের।  এদিকে শোনা যাচ্ছে, আগামী মাসের ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। ওয়ানডের পাশাপাশি টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণার কথা জানালেন তিনি।

আকরাম খান বলেন, ‘তিন চারজনের মত পরিবর্তন আসবে। দুই একজন প্লেয়ার আছে যাদেরকে শুধু টি টুয়েন্টিতে চিন্তা করব।’ এক্ষেত্রে তাইজুল ইসলাম এবং মমিনুল হকের পরিবর্তে ওয়ানডে সিরিজের দলে আসার সম্ভাবনা আছে মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোহাম্মদ সাইফুদ্দিনের।

তবে এ ক্ষেত্রে মোসাদ্দেক যেতেতু চোখের সমস্যা ভুগছেন। তাই তার পরিবর্তে  জায়গা পেতে পারেন আনামুল হক বিজয়।  বিজয়ের প্রতি নির্বাচকদের সন্তুষ্টির মূল কারণ হচ্ছে ঘরোয়া লিগে ভালো খেলা উপহার দিচ্ছেন তিনি। ইতোমধ্যে নিজের ফাস্টক্লাস ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের এই ওপেনার।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে