মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৩৮:৫৪

টাইগারদের চোখে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন!

টাইগারদের চোখে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন!

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষই আফগানিস্তান। আফগানিস্তান যুব দলের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের যুবা টাইগারদের।
আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে এ দু'দল।  

তবে এরইমধ্যে সিলেটের উদ্দেশে ঢাকা ছেড়েছে সাইফ হাসানের অনূর্ধ্ব-১৯ দল।  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

তবে ঢাকা ছাড়ার আগে আফগানিস্তান সিরিজে নিজেদের লক্ষ্যের কথা জানান যুব দলের অধিনায়ক সাইফ হাসান। এ নিয়ে তিনি বলেন, অধিনায়ক হিসেবে অবশ্যই চাইব সিরিজ জিততে।  তবে তাদের বিপক্ষে একটাই চেষ্টা থাকবে, আর সেটা হল হোয়াইটওয়াশ করা।  আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি তাহলে ওদের হোয়াইটওয়াশ করা কঠিন হবে না।

তিনি আরও বলেন, সম্প্রতি আমরা কয়েকজন জাতীয় লিগ খেলেছি। সেই সঙ্গে আমরা অনুশীলন করছি অনেক দিন থেকেই। আর তাই সব মিলিয়ে আমাদের ম্যাচ অনুশীলনটা খুব ভাল হয়েছে। আমাদের কাজগুলো ঠিকভাবে করতে পারলেই ইন শা আল্লাহ আমাদের পক্ষে ভালো ফলাফল আসবে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তান সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে