মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১১:০০:২৭

এবারের বিপিএলে খেলবেন যে ১৭ পাকিস্তানি ক্রিকেটার

এবারের বিপিএলে খেলবেন যে ১৭ পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ৩ নভেম্বর।  এ আসরে লড়বে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইটানস, রংপুর রাইডারস ও সিলেট সিক্সারস।

গতবারের মতো বিপিএলের এ আসরেও বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানিদের আধিক্য।  ৭ দলে মোট ১৭ পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন।

পাকিস্তানি ক্রিকেটার যারাঃ  শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, সরফরাজ আহমেদ, হাসান আলি, শোয়েব মালিক, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ সামি, উসামা মির, রাজা আলি দার, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, রুম্মন রইস, জুনায়েদ খান, শাদাব খান, উসমান খান শেনওয়ারি, বাবর আজম এবং গুলাম মুদাসসর খান।

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নবাগত সিলেট সিক্সারসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল।  বিপিএলে এবার অভিষেক হচ্ছে নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।  এখানেই হবে উদ্বোধনী ম্যাচ।

এ নিয়ে প্রথমবারের মতো তিনটি ভেন্যুতে বিপিএল ম্যাচ হতে যাচ্ছে।  অপর দুই ভেন্যু ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।  এবারই প্রথম ঢাকার বাইরে বিপিএল উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে