বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৩৮:৩২

ব্র্যাথওয়েটের বোলিং অ্যাকশন 'অবৈধ' নয়

ব্র্যাথওয়েটের বোলিং অ্যাকশন 'অবৈধ' নয়

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের সবুজ সঙ্কেত পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ও পার্ট-টাইম অফস্পিনার ক্রেইগ ব্র্যাথওয়েট। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট চলাকালীন তার বোলিং এ্যাকশন নিয়ে অভিযোগ তুলেছিলেন আম্পারয়াররা। অবশেষে সেই অভিযোগ থেকে মুক্তি পেলেন তিনি।

গত ৩১ আগস্ট ইংল্যান্ডের লাফবোরো পরীক্ষাগারে ব্র্যাথওয়েইটের বোলিং এ্যাকশন পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে আইসিসি অনুমোদিত ১৫ ডিগ্রীর মধ্যেই ব্র্যাথওয়েইটের ডেলিভারীগুলো সীমাবদ্ধ রয়েছে। সে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে পুনরায় বোলিংয়ের অনুমতি দিয়েছে আইসিসি।

২৪ বছর বয়সী এই স্পিনার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০ টেস্টে এখন পর্যন্ত ১২ উইকেট দখল করেছেন। যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৫ সালে ৬ উইকেট প্রাপ্তির কৃতিত্ব।
এমটিনিউজ২৪ ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে