বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:১৭:৩৮

মিরপুরের আউটফিল্ডকে বাজে বলায় আইসিসিকে যে জবাব দিল বিসিবি

মিরপুরের আউটফিল্ডকে বাজে বলায় আইসিসিকে যে জবাব দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় বাংলাদেশ দল।  আর সেই ম্যাচে মিরপুরের আউটফিল্ডকে বাজে বলে ইভিহিত করে অস্ট্রেলিয়া দল। আর তাদের কথাকে সাড়া দেয় ম্যাচ রেফারি।

 তিনিও মিরপুরের আউটফিল্ডকে বাজে বলে অভিহিত করেন। আর সাথে সাথে তা আইসিসির কাছে প্রতিবেদন করেন। আর আইসিসি বাংলাদেশকে সময় দেয় ৭ দিন। যাতে করে বাংলাদেশ দল ৭ দিনের মধ্যে সেই কারণ উপস্থাপন করে।

অবাক করার মতো হলেও নতুন খবর হচ্ছে, বাজে আউটফিল্ডের জন্য বৈরী আবহাওয়াকে দায়ী করছে বিসিবি।  বুধবার মিরপুরে এমনই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তার মতে বৈরী আবহাওয়া না থাকলে এমন অবস্থার সৃষ্টি হতো না।  

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের ভেন্যু মিরপুরের আউটফিল্ডকে বাজে অভিহিত করে রিপোর্ট করেছিলেন ম্যাচ রেফারি। আইসিসি এ নিয়ে বিসিবির কাছে জবাব চেয়েছিল। বিসিবি সেটার জবাবও দিয়েছে।  প্রধান নির্বাহীর কথায় যা মনে হল, আইসিসিরি কাছেও বৈরী আবহাওয়াকে বড় করে উপস্থাপন করেছে বিসিবি।    
এমটিনিউজ২৪ ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে