শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৫:০২

ভারতে গিয়ে বাংলাদেশের প্রশংসা করে যা বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ

ভারতে গিয়ে বাংলাদেশের প্রশংসা করে যা বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিক বাহিনীকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসেছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল।  কিন্তু টাইগারদের দুর্দান্ত পারফর্মেন্সে শেষ পর্যন্ত সিরিজটি ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২০ রানে পরাজিত হয়েছিলো স্মিথ-ওয়ার্নারের দল।  টাইগারদের এরূপ অবিস্মরণীয় জয়ের পর সংবাদ সম্মেলনে তাদের প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়ক স্টিভ স্মিথ।

এবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে গিয়েও বাংলাদেশের বন্দনা করতে ভোলেননি স্মিথ।  ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের বিপক্ষে পরাজয় প্রসঙ্গে কথা বলেন তিনি।

দ্বিতীয় ম্যাচের আগে ভবিষ্যত ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন কিনা এমন প্রশ্ন করা হলে স্মিথ বলেন, ‘অন্যান্য দলগুলো এখন অনেক ভালো করছে।  কদিন আগেই বাংলাদেশ আমাদের বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে। ’ তারা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে।

বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানেরও প্রশংসা করেন স্মিথ।  তিনি জানান আফগানরাও এখন বেশ কিছু ভালো ভালো ক্রিকেটার তৈরি করছে যারা বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরাতে সক্ষম। স্মিথের ভাষায়, ‘আফগানিস্তান আছে, যারা দারুণ কিছু খেলোয়াড় তৈরি করছে।’
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে