শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪৫:৪১

ধোনির কারণেই পরিপূর্ণ অধিনায়ক হয়েছে কোহলি: ওয়ার্নার

ধোনির কারণেই পরিপূর্ণ অধিনায়ক হয়েছে কোহলি: ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: মাঠের কোহলি-ধোনির ক্রিকেট রসায়ন বিশ্বের অন্যান্য দলগুলোর কাছে ঈর্ষনীয়।  ডিআরএস নেওয়ার ক্ষেত্রে ধোনির মতামতকে সবসময়ই এগিয়ে রাখেন কোহলি।
 শুধু তাই নয়, ফিল্ডিংয়ের সময় কোনো সমস্যায় পড়লে ধোনির থেকে পরামর্শ নিয়ে নেন ভারতের তরুণ অধিনায়ক। দলনেতা হিসেবে কোহলির এই সাফল্যের পেছনে মূল কারিগর হলেন ধোনি- এমনটাই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

স্মিথের ডেপুটির মতে, 'ধোনির মতো ঠান্ডা মাথায় অধিনায়ক খুব কমই রয়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় দলকে সার্ভিস দিয়ে যাচ্ছে সে। নেতৃত্ব বদলের পর পরবর্তী অধিনায়ক কোহলিকে দারুণভাবে গাইড করে চলেছে সাবেক অধিনায়ক। '

ধোনির ৩০০তম ওয়ানডে ম্যাচের আগে কোহলি বলেছিলেন, 'এই দলের বেশিরভাগ ক্রিকেটারই ধোনির নেতৃত্বে ক্রিকেট জীবন শুরু করেছে। আজও আমরা মাঠে ধোনিকেই আমাদের অধিনায়ক হিসেবে মানি। '

এই মুহূর্তে কোহলির নেতৃত্বে স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় দল। তিন ধরনের ফরম্যাট মিলিয়ে ১১ ম্যাচে অপরাজিত রয়েছে কোহলির ভারত।
টেস্টে শীর্ষে বিরাজ করার পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও মগডালে 'মেন ইন ব্লু'। চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনাল খেলেছে ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরে সিরিজ জিতেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কা সফরে টেস্টে ৪-০ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ করে ৫-০ করেছে কোহলি অ্যান্ড কোং। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারলে ওয়ানডে র‍্যাংকিংয়ের ১ নম্বর জায়গাটা ধরে রাখবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে কোহলিরা।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে