শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:২৮:১২

অশ্বিন-জাদেজার ক্যারিয়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হরভজন সিং

অশ্বিন-জাদেজার ক্যারিয়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হরভজন সিং

স্পোর্টস ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার পরিবর্তে যজুবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদব দলে ফিরেছেন‌ ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে কুলদীপের হ্যাটট্রিক এবং চাহালের ভাল বোলিং দেখার পরই প্রশ্ন উঠেছে অশ্বিন–জাদেজা জুটির ফিরে আসাটা কঠিন হয়ে গেল কিনা তাই নিয়ে।

তবে এই প্রশ্নটা হরভজন সিংকে করতে সাফ জানিয়ে দিলেন, ‘‌দলে ফিরে আসাটা সব সময় কঠিন কাজ। দলের দুই স্পিনার যখন ছন্দে থাকে, তখন সিনিয়র স্পিনারদের পক্ষে ফিরে আসাটা কঠিন হয়ে যায়। জাড্ডু ও অশ্বিনের কাজটা সত্যিই কঠিন হয়ে গেছে।

একদিনের দলে ফিরে আসাটা ওদের দু’‌জনের কাছেই এখন চ্যালেঞ্জ। কুলদীপ আর চাহাল এই মুহূর্তে দুর্দান্ত বল করছে। মনে হয় না, ওদের দু’‌জনকে সরিয়ে অশ্বিন আর জাদেজার ফিরে আসাটা সহজ হবে। উত্তরটা লুকিয়ে ভবিষ্যতে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ’‌

তবে কি ২০১৯ বিশ্বকাপে এই দুই স্পিনারকেই দলে নেওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে হরভজন বলেন, ‘‌বিশ্বকাপ এখনও অনেক দূরে। ওরা দু’‌জনে এখন ভাল বল করছে। আমি ওদের দু’‌জনের বোলিং উপভোগও করছি। এখন ধৈর্য ধরার সময়। দেখা যাক, কুলদীপ আর চাহাল নিজেদের কীভাবে মেলে ধরতে পারে। দু’‌জনের জন্যই শুভেচ্ছা রইল।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে