শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩৭:৪৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিব না থাকায় যা বললেন সুজন!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিব না থাকায় যা বললেন সুজন!

স্পোর্টস ডেস্ক: আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ মাধ্যমকে আসন্ন সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার, আর সে যে কোনো দেশের জন্যই প্লাস পয়েন্ট।  তবে আসন্ন টেস্টে সাকিব থাকলে অবশ্যই সেটা অনেক ভালো হতো, কিন্তু সাকিব নেই তারপরও আমাদের ভালো করা উচিত বলে আমি বিশ্বাস করি।

সাকিব প্রসঙ্গে তিনি বলেন, সাকিব জানে যে ওর বিশ্রাম প্রয়োজন।  আর তাই হয়তো এজন্যই বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছে সে এবং বোর্ডও রাজি হয়েছে।  ক্রিকেটারদের ইনজুরি হতে পারে, সেই সঙ্গে অনেক কিছু হতে পারে।  আর আমরা যদি ওইভাবে চিন্তা করি যে সাকিবের একটা সমস্যার কারণে সে খেলতে পারছে না, তাহলে সেটা স্বাভাবিক। ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু বাংলাদেশ-সাউথ আফ্রিকা লড়াই।  প্রথম টেস্টের পর ৬ অক্টোবর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে