রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০১:১৪:০২

দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়ে হাসলেন সাব্বির

দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়ে হাসলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সাথে প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান। মুশফিকুর রহিম ৬৩ রান ও মুমিনুল হক ৬৮ রান করেছিলেন। এখানে দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়ে হাসলেন সাব্বির।

দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করেন সাব্বির।দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়েছেন ব্যাটসম্যান সাব্বির রহমান। টেস্ট সিরিজে বাংলাদেশের ভালো করার ব্যাপারেও আশাবাদী তিনি।

প্রস্তুতি নিয়ে সাব্বির রহমান বলেন, “দক্ষিণ আফ্রিকাতে এটাই আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল। আমরা তিন দিন এখানে অনুশীলন করেছি। সব মিলিয়ে ভালো খেলেছি। উইকেটও খুব ভালো পেয়েছি, আমরাও খুব ভালো খেলেছি।”

অর্ধশতকের দেখা পান বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসও। ৫৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন কায়েস। এছাড়া দুই ইনিংসেই থিতু হয়েছিলেন ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে সৌম্য সরকার ৪৩ রান ও ইমরুল কায়েস ৩৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক করেছেন ৩৩ রান।

তবে প্রস্তুতি ম্যাচ শেষে সাব্বির রহমানের আক্ষেপ হলো ‘সফট’ ডিসমিসাল। সাব্বির বলেন, “কয়েকটি সফট ডিসমিসাল ছিল। আশা করি প্রথম টেস্টে এমন হবে না।”

কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য যথেষ্ট অনুশীলন হয়েছে বলে মনে করেন সাব্বির। তিনি বলেন, “আবহাওয়া বাংলাদেশের মতো। ঠাণ্ডা বেশি। মানিয়ে নেয়ার জন্য আমরা অনুশীলন করেছি।”

আগামী বৃহস্পতিবার দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
২৪ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে