রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:১৯:২৪

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উড়ন্ত সূচনা

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক: সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টস জয়ের পাশাপাশি ম্যাচও জিতে নিয়েছিল ভারত।

তৃতীয় ম্যাচে টস জয়কে সামনে রেখে ম্যাচ জয়ের স্বপ্নে উড়ন্ত সূচনা করেছে সফরকারীরা। ভারতীয় দলে উইনিং কম্বিনেশন ঠিক রাখা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৩৪.১ বলে ১ উইকেটে ১৯৮ রান।

ব্যাটিংয়ে নেমে ৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। দারুণ খেলছিলেন দুজনই। তবে ওয়ার্নারকে বোল্ড করে দিয়ে জুটি ভাঙেন তারকা অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ৪৪ বলে ৪ বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারিতে ৪২ রান করেন ওয়ার্নার। ফিঞ্চের সঙ্গী হন অধিনায়ক স্টিভেন স্মিথ। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুজন ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন।

ইন্দোরে আজকের ম্যাচটি জিতলেই সিরিজ নিজেদের করে নেবে ভারত। অন্যদিকে সিরিজে টিকে থাকতে মরণপণ লড়বে অস্ট্রেলিয়া। যে কারণে তৃতীয় ওয়ানডে অনেক বেশি গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। প্রথম দুটো একদিনের ম্যাচ আধিপত্য রেখেই ছিনিয়ে নিয়েছে কোহলিরা। তৃতীয় ম্যাচে এর ব্যতিক্রম চাইবে না তারা। অজি শিবিরে যথারীতি ভয় ধরিয়ে দিচ্ছেন কুলদীপ-চাহাল।  কলকাতা ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের রীতিমতো নাস্তানাবুদ করেছিল এই স্পিন জুটি।  তাই ইন্দোরের উইকেটও স্পিন সহায়ক করা হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে