রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৪১:০০

৫টি ওয়ানডে ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশ আসবে আফগানিস্তান ক্রিকেট টিম

৫টি ওয়ানডে ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশ আসবে আফগানিস্তান ক্রিকেট টিম

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে ১৪ সদস্যের দলটি। একদিন বিশ্রামে কাটিয়ে মঙ্গলবার সকালে ওয়ানডে সিরিজের ভেন্যু সিলেট পৌঁছাবে সফরকারীরা।

সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৯ সেপ্টেম্বর সিলেট পৌঁছেছে। সিলেট বিভাগীয় একাদশের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন সাইফ-আফিফরা। দুটি ম্যাচেই জয় পেয়েছে টাইগার যুবারা।

আসন্ন সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পঞ্চম ও শেষ ম্যাচটি হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও মাঠের আউটফিল্ড নিয়ে আইসিসি প্রশ্ন তোলায় নতুন করে ঘাস লাগানো হচ্ছে। যে কারণে মিরপুরে হচ্ছে না যুবাদের খেলা।

২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ। একদিন বিরতি দিয়ে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয়টি। ২ ও ৪ অক্টোবর হবে তৃতীয় ও চতুর্থ ওয়ানডে। ৭ অক্টোবর পঞ্চম ও শেষ ম্যাচ খেলবে দু’দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান ঢাকা ছাড়ার আগে জানান, আফগানদের হোয়াইটওয়াশ করাই লক্ষ্য তাদের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরে সেমিফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর থেকেছে মেহেদী হাসান মিরাজের দল। লক্ষ্য পূরণ না হলেও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। দু’বছর পেরিয়ে জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে আরেকটি বিশ্বকাপ। তার প্রস্তুতির অংশ হিসেবেই হচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচ ওয়ানডের সিরিজ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে