রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৪৭:৪৬

দলের বিপদের দিনে ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডব

দলের বিপদের দিনে ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডব

স্পোর্টস ডেস্ক: টস জিতে ফিল্ডিং বেছে নেয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল না তা ইনিংস শেষে হাড়ে হাড়ে টের পেলো সফরকারী ওয়েস্টইন্ডিজ। ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের বোকামির দণ্ড স্বরুপ স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ৩৭০ রানের বিশাল সাজা ছুঁড়ে দেন।

ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে এই বিশাল রানের জবাবে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ওয়েস্টইন্ডিজ।  মাত্র ১৫ রানের মাথায় ইভেন লেইসের তুলে দেয়া ক্যাচ তালু বন্দি করে মঈন আলী।  

এরপর গেইলের সঙ্গে হোপ কিছুটা এগোতে চেষ্টা করেও ব্যর্থ হোন।  লেইসের মতো তিনিও একই কায়দায় আউট হয়ে প্যাভিলিয়নের পথে পা বাড়ান।  বিদায়ের আগে তার স্কোরকার্ডে জমা হয় ২০ রান।

পর পর দুই উইকেটের পতনের পরও ঠিকই নিজের সহজাত খেলছেন গেইল। দলের বিপদের দিনে ব্যাটিং তাণ্ডব চালান তিনি। তবে দুর্ভাগ্যবশত ব্যক্তিগত ৯৪ রানের মাথায় রানআউট হয়ে সাজঘরে ফিরে যান ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব। এ প্রতিবেদন লিখা পর্যন্ত ওয়েস্টে ইন্ডিজের সংগ্রহ ৩৪.৪ ওভারে ২১৬। উইকেট পড়েছে ৭টি।  
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে