রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১৮:৫৫

ভারতের একটি নতুন কৌশলের কাছে ‘বিধ্বস্ত’ অস্ট্রেলিয়া!

ভারতের একটি নতুন কৌশলের কাছে ‘বিধ্বস্ত’ অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক: সোনার পুটলি নিয়ে সুখের বহরে ক্রিকেট বিশ্ব বিচরণ করছে ভারত ক্রিকেট দল। সোনায় সোহাগা দলটির ক্রিকেটাররা। কেউবা বল হাতে ব্যাগে ফুরছেন উইকেটের ফুলঝুড়ি, আবার কেউবা ব্যাট হাতে চালাচ্ছেন তাণ্ডব। নয় তো কি করে অস্ট্রেলিয়ার মতো একটি দল তাদের কাছে পরপর তিনবার মাথা নত করে?

রোববার (২৪ সেপ্টেম্বর) ভারতের হলকার স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৯৩ রান সংগ্রহ করে অজিরা। যদিও ফ্রিঞ্চ-স্মিথের ব্যাটিং দেখে মনে হয়েছিল রান ছাড়াবে মিনিমাম সাড়ে তিনশ। কিন্তু শেষ দিকের ব্যর্থতায় তা আর হয়ে উঠেনি।

এদিন স্বাগতিকদের দেয়া টার্গেট টপকাতে ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। লক্ষনীয় যে, অস্ট্রেলিয়ার দেয়া বড় টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই হাত খুলে ব্যাটিং করেন দুই ওপেনার। রোহিত ৭০ এবং রাহানে ৭১ রানে আউট হলে কোহলি এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ের কাছে হেরে যায় অসিরা।হার্দিক পান্ডিয়ার ৭৮ রানের ইনিংসে জয়ে খুব কাছাকাছি চলে যায় ভারত। ১৩ বল হাতে রেখে ধোনি এবং মনেশ পাণ্ডে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ  ছাড়েন। ১ম ম্যাচে সেঞ্চুরি করে ছিলেন হার্দিক পান্ডিয়া।  

মজার ব্যাপার হলো, সিরিজের তৃতীয় ম্যাচটিতে ভারত নতুন কৌশল প্রয়োগ করে । আর তাতেই বাজিমাত! সেটি হলো, ধোনির জায়গায় পাণ্ডিয়াকে খেলানো। অর্থাৎ সাতে থেকে সরাসরি তাকে চারে উঠিয়ে আনা। অন্যদিকে ধোনিকে সাতে খেলানো। সহজাতই ভারতের এহেন কূটকৌশলের কাছের পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচটিতে চারে নেমে প্রথম থেকে ব্যাট চালাতে থাকেন পান্ডিয়া। ৪টি ছয় ও ৫টি চারের মারের মাধ্যমে তুলে নেন ৭২ বলে ৭৮ রান।

এর আগে টস জিতে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নারের সঙ্গে ওপেনিং নামেন অ্যারণ ফিঞ্চ। শুরুতেই দুইজন বেশ ঠান্ডা মাথায় ব্যাট চালাতে থাকেন। প্রথম তিন ওভারে মাত্র ছয় রান তুলেন। যা দেখে হয়তো অনেক প্রশ্ন তুলেছেন, ভারতভীতি কাজ করছে না তো অস্ট্রেলিয়ার মাঝে? তবে চতুর্থ ওভার থেকে ঠিকই ব্যাট চালানো আরাম্ভ করেন ওয়ার্নার-ফিঞ্চ। আর সে যাত্রা থামে দলীয় ৭০ রানে। ভারতের উঠতি তারাকা হার্দিক পাণ্ডিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওয়ার্নার। মাঠ ছাড়ার পূর্বে তার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৪২।  

এরপর ওয়ার্নারে বিদায়ের পর মাঠে নামেন অধিনাযক স্মিথ। যোগ্য সঙ্গীকে পেয়ে তিনগুণ হারে জ্বলে উঠেন ফিঞ্চ। এরপর হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি।  ফিঞ্চ ছাড়াও অধিনায়ক স্মিথ খেলেন ৭১ বলে ৬৩ রানের ইনিংস।  তার আউটের পর পরই অল্প সময়ের ব্যবধানে মাঠ ছাড়েন ট্রাভিস হেইড ও ম্যাক্সওয়েল।  তবে শেষ দিকে স্টোইনস কিছু লড়াই করার চেষ্ট করেন।  সেই আর যাই হোক শেষের দিকের ব্যর্থতায় শেষ পর্যন্ত ২৯৩ রানে থামে অজিদের ইনিংস।

ম্যাচটিতে ভারতের হয়ে ভুমরা-কুলদীপ দুটি করে উইকেট অর্জর করেন। এছাড়া পাণ্ডিয়া-চাহালে একটি করে উইকেট অর্জন করেন।

প্রসঙ্গত, টেস্টে শীর্ষে বিরাজ করার পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও মগডালে 'মেন ইন ব্লু'। চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনাল খেলেছে ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরে সিরিজ জিতেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কা সফরে টেস্টে ৪-০ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ করে ৫-০ করেছে কোহলি অ্যান্ড কোং। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারলে ওয়ানডে র‍্যাংকিংয়ের ১ নম্বর জায়গাটা ধরে রাখবে টিম ইন্ডিয়া। ইতোমধ্যেই সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল। বাকি আছে আর দুই ম্যাচ।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে