বুধবার, ১১ অক্টোবর, ২০১৭, ০৩:৩৪:২৪

সুমন ভাই, আপনারা তো আমাকে জাতীয় দলের ক্যাম্পেও ডাকতে পারতেন: শাহরিয়ার নাফিস

 সুমন ভাই, আপনারা তো আমাকে জাতীয় দলের ক্যাম্পেও ডাকতে পারতেন: শাহরিয়ার নাফিস

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড সফরের জন্য ঘোষনা করা হয়েছে বাংলাদেশ এ দল।   তবে ১৩ সদস্যের ঘোষিত সেই দলে জায়গা হয়নি শাহারিয়ার নাফিস, নাঈম ইসলাম বা এনামুল হক বিজয়ের।   যদিও এ দল গঠন করলে সেখানে জাতীয় দল থেকে বাইরে থাকা অভিজ্ঞা ক্রিকেটাররাই স্থান পায়।    

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছিল, অনুর্ধ্ব ১৯ দল ও জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের সমন্বয়ে তৈরি করা হবে এ দল।   কিন্তু দল ঘোষনার পর দেখা গেছে চরিত্রের ভিন্নতা।  

দলে না রাখার ক্ষেত্রে বাশারের যুক্তি, সে এনসিএল খেলেনি।   তার মানে সে ফিট নয়।   ফিট না থাকলে তাকে কিভাবে দলে নিব?

তবে নাফিস বলছে অন্য কথা।   তিনি বলেন, আমি এনসিএল খেলেছি।   কিন্তু ২০ সেপ্টেম্ভর আমার নাকে অস্ত্রোপচার হয়েছে।   তারপর থেকে আমি নিয়মিত রিহ্যাব করছি এবং ভালো আছি।  

নাফিস আরো বলেন, ওনি বরিশাল বিভাগকে ফোন করে জানতে চেয়েছিল আমি কেন খেলছিনা।   বরিশাল থেকে বলা হয়ম নাকের আস্ত্রোপচারের কারনে খেলছি না।   আমার মনে হয় এই অজুহাতে উনি আমাকে নেননি।  

তবে একই সাথে নাফিস প্রশ্ন রাখেন বাশারের কাছে। তিনি বলেন, “সুমন ভাই আমি গত তিন বছর যে তিন হাজার রান করলাম তার বিনিময়ে আপনারা কী দিলেন? আপনারাতো আমাকে জাতীয় দলের ক্যাম্পেও ডাকতে পারতেন।  

“আমাকে না হয় নাকে অস্ত্রোপচারের অজুহাতে বাদ দেয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা আরও প্লেয়ার আছে (এনামুল বিজয়, নাঈম ইসলাম এবং তুষার ইমরান) তাদের কেন নেয়া হলো না?”

তবে ‘এ’ দলের ম্যানেজার ও জাতীয় ক্রিকেট দলের নির্বাচক সুমন এসব প্রশ্নের উত্তরে যথাযথ উত্তর দিলেন না। তার মুখোমুখি হয়ে জানা যায়, “কী আর বলবো? এ বিষয়ে আমার কিছুই বলার নেই।  

আসলে আমরা জানি ওরা সবাই পারফর্মার। কিন্তু এই সিরিজটিতে নতুনদের সুযোগ দিতে চেয়েছি বলেই তাদের ডাকিনি। সামনে সুযোগ এলে অবশ্যই ডাকবো।  ”
১১ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে