মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ১০:৩২:০০

কেঁদে ফেললেন কাকা

কেঁদে ফেললেন কাকা

স্পোর্টস ডেস্ক : পেশাদারি ফুটবলে আর হয়তো দেখা যাবে না ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকাকে। যেখানে ইতিমধ্যে খেলে ফেললেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল অরল্যান্ডো সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ। অরল্যান্ডো সিটিই নয়, বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সহসা নিজের বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেবেন কাকা। তাইতো ম্যাচে নামার আগে ক্লাবের ‘থিম সঙ’ গাওয়ার সময় কেঁদে ফেললেন তিনি। শেষ ম্যাচটি অবশ্য জিতে মাঠ ছাড়তে পারেননি ৩৫ বছর বয়সী কাকা। তার দল অরল্যান্ডো সিটি ০-১ গোলে কলম্বাস ক্রুর কাছে হেরে যায়।

অবসরের ব্যাপারে কাকা আগেই ইঙ্গিত দিয়েছিলেন। ফুটবলের প্রতি এখন আর আগ্রহ পাচ্ছেন না বলে জানান। এর আগে তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, সাও পাওলো ও এসি মিলানের মতো জায়ান্ট দলে। ফুটবল ছেড়ে কোচিংয়ে আগ্রহ দেখানো কাকা জানিয়েছিলেন, ‘আমি জিজুর (জিনেদিন জিদান) মতো হতে চাই। সে খেলা ছেড়ে দিয়ে কিছু সময় নিয়েছিল। এরপর যুবাদের জন্য কিছু করার লক্ষ্যেই কোচিংয়ে ফিরল।’ কাকা যোগ করেন, ‘আমি তার মতো কিছু করতে পারি। ফুটবল খেলে এখন আর উপভোগ করার মতো কিছু পাচ্ছি না। প্রতিটি ম্যাচের পর শরীরে ব্যথা অনুভূত হচ্ছে। ৩৫ বছর বয়সে শরীর আর খাপ খাওয়াতে পারছে না।’

২০০৭ সালে ব্যালন ডি’অর পাওয়া কাকা ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৬৪৬টি ম্যাচ। ২০৬টি গোলও রয়েছে তার নামের পাশে। ব্রাজিল জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত। সেখানে ৯২ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। ওয়েবসাইট।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে