মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০২:১০:০৫

অশ্রুসিক্ত নয়নে কাকার এমন আবেগঘন বিদায়!

 অশ্রুসিক্ত নয়নে কাকার এমন আবেগঘন বিদায়!

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের ফুটবলে রিকার্ডো কাকা নামটি লিজেন্ডদের তালিকায়ই লেখা থাকবে। ২০০২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য তিনি। ২০০৭ সালে জিতেন ডি’অর পুরস্কার। সোমবার মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটির হয়ে শেষবারের মতো খেলতে নেমেছিলেন কাকা। আবেগঘন পরিবেশে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন ৩৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
 
অবশ্য কাকার বিদাযের দিনে তার দল অরল্যান্ডো সিটি ১-০ ব্যবধানে হেরেছে কলম্বাসের কাছে। তবে এদিন খেলার ফলাফলকেও ছাড়িয়ে গিয়েছিল কাকার বিদায়। বর্ণিল ক্যারিয়ারের শেষ ম্যাচে কাঁদলেন কাকা। ক্লাবের সংগীত গাওয়ার সময় কাঁদলেন তিনি। ম্যাচশেষে ক্লাবের সমর্থকদের সঙ্গে একাকার হয়ে মিশে যান। মাঠের ভিতর থেকে বাইরের দর্শকদের জড়িয়ে ধরে কোলাকুলিও করেন তিনি।
 
এমএসএল-এ যাওয়ার আগে ব্রাজিলের সাও পাওলো, ইতালির এসি মিলান এবং স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলেন কাকা। সবশেষ ২০০৯ সাল থেকে ৬ বছর সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানোর পর যান যুক্তরাষ্ট্রে। সেখানে টানা দুই মৌসুম খেলার পর এবার বুট জোড়া তোলেই রাখলেন।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত খেলেছেন কাকা। সেলেসাওদের হয়ে ৯২ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। পেশাদার ক্যারিয়ারের সোনালী সময়টা কাটিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানের হয়ে। ক্লাব ক্যারিয়ারে ৬৪৬ ম্যাচ খেলে কাকা গোলে করেছেন ২০৬টি।
১৭ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে