মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০২:৩৮:৪৬

থারাঙ্গার যে রেকর্ডে রয়েছেন জাভেদ ওমরও

  থারাঙ্গার যে রেকর্ডে রয়েছেন জাভেদ ওমরও

স্পোর্টস ডেস্ক: দলের বিপর্যয়ে বুক চিতিয়ে লড়েছেন। কিন্তু উপুল থারাঙ্গা যোগ্য সঙ্গী পাননি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেও তাই শ্রীলঙ্কাকে জেতাতে পারেননি অধিনায়ক। তবে একটা কীর্তি গড়া হয়ে গেছে। প্রথম শ্রীলঙ্কান হিসেবে ওয়ানডেতে ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করার কীর্তি গড়েছেন থারাঙ্গা। সব মিলিয়ে ১১ জনের এই তালিকায় নাম আছে বাংলাদেশের জাভেদ ওমর বেলিমেরও।

এই কীর্তির প্রথম ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার। ১৯৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত ছিলেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। এরপর এই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানের সাঈদ আনোয়ার, ইংল্যান্ডের নিক নাইট, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস, অস্ট্রেলিয়ার ড্যামিয়েন মার্টিন, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস, ইংল্যান্ডের অ্যালেস স্টেওয়ার্ট, বাংলাদেশের জাভেদ ওমর, পাকিস্তানের আজহার আলী, নিউজিল্যান্ডের টম ল্যাথাম। সবশেষ সোমবার সেখানে যুক্ত হলেন থারাঙ্গা।

জাভেদ ওমরের কীর্তিটা ২০০১ সালে। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩১ রান তাড়া করতে নেমে ১০৩ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ৩৩ রানে অপরাজিত ছিলেন জাভেদ। টেস্টেও ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করার কীর্তি আছে জাভেদের। সেটাও ২০০১ সালের ওই জিম্বাবুয়ে সফরে।

ওয়ানডেতে ইনিংসজুড়ে ব্যাট ‘ক্যারি’ করা ১১ জনের মধ্যে জয়ী দলে নাম ছিল কেবল ফ্লাওয়ারের। সাঈদ আনোয়ারের ম্যাচটা হয়েছিল ‘টাই’। বাকি সবার কীর্তি ম্লান হয়েছে দলের ব্যর্থতায়।
১৭ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে