মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০২:৪৯:৩০

প্রমাণ করুন ক্রিকেটের জন্য পুরো পাকিস্তান এখন নিরাপদ: আফ্রিদি

প্রমাণ করুন ক্রিকেটের জন্য পুরো পাকিস্তান এখন নিরাপদ: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: আট বছর পর আবারও ধীরে ধীরে পাকিস্তানে ফিরতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু এ যাবত যে কয়টি ম্যাচ হয়েছে এবং কাছাকাছি হওয়ার পরিকল্পনা রয়েছে সবকটিই অনুষ্ঠিত হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আর এতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপর নিজের বিরক্তি প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

তার মতে, শুধু লাহোরেই নয়, পিসিবির উচিত পাকিস্তানের অন্যান্য শহরেও ম্যাচ আয়োজন করা। সোমবার আফ্রিদি ফাউন্ডেশনের সহায়তায় প্রথম স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আফ্রিদি এমন কথা বলেন। তার মতে, দেশের বাকি ভেন্যুগুলোর দিকেও দৃষ্টি দেওয়া উচিত, তাহলেই পুরো পাকিস্তানকে নিরাপদ মনে হবে।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায় পাকিস্তানে। সম্প্রতি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি বিশ্ব একাদশ নামে একটি দল পাঠিয়েছিল পাকিস্তানে। তার আগে পিএসএলের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজও পাকিস্তানের মাটিতে খেলতে যেতে রাজি হয়েছে। এই সবকটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে। এখানে আপত্তি আফ্রিদির।

বোর্ডকে উদ্দেশ্য করে ৩৭ বছর বয়সী আফ্রিদি বলেন, ‘পিসিবির উচিত লাহোরের বাইরে যাওয়া এবং করাচি, মুলতানের মতো শহরগুলোতেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা। তাহলেই প্রমাণ হবে সম্পূর্ণ পাকিস্তানই নিরাপদ। প্রমাণ করুন পুরো পাকিস্তান নিরাপদ। লাহোর থেকে বের হোন।’

আফ্রিদি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি দেশের ক্রিকেট বোর্ড বাকি ভেন্যুগুলোতে ম্যাচ আয়োজন করবে। আর সেটা হবে পুরো দেশের নিরাপত্তাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার সুবর্ণ সুযোগ।’
১৭ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে