শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭, ১১:১৭:১৩

বিদেশের মাটিতে আমাদের পেস বোলিং দুর্বল: বিসিবি সভাপতি

বিদেশের মাটিতে আমাদের পেস বোলিং দুর্বল: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বিদেশের মাটিতে সফলতা অর্জন করতে হলে জাতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগকে বিশেষ করে পেস বোলিংয়ের প্রচুর উন্নতি করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, 'পেস বোলিংয়ের মত আমাদের দলে বেশ কিছু দুর্বল দিক রয়েছে। বিদেশের মাটিতে কোনো কোনো সময় আমাদের পেস বোলিং একেবারেই দূর্বল। দক্ষিণ আফ্রিকায়ও এটা কার্যকর ভূমিকা রাখতে পারছেনা। তারা উদ্বোধনী জুটিকেই ভাঙ্গতে ব্যর্থ হয়েছে। তাই এ বিভাগে প্রচুর উন্নতি করতে হবে। '

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং প্রসঙ্গে পাপন বলেন, 'এখানেও উন্নতি করার সুযোগ আছে। আমরা কন্ডিশনের সুবিধা নিয়ে ঘরের মাটিতে উইকেট শিকার করতে পারলেও ফ্ল্যাট উইকেটে স্পিনের সুবিধা নিতে পারছিনা। অথচ ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজার মত স্পিনাররা ফ্ল্যাট উইকেটেও উইকট শিকার করছেন। এটি একটি শিক্ষণীয় বিষয়।
তাই আমাদের উন্নয়নের জন্য শিক্ষা নিতে হবে। কারণ আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। '

বাংলাদেশের ক্রিকেট একটি সম্মান জনক অবস্থানে পৌঁছে গেছে উল্লেখ করে এই ক্রীড়া প্রধান বলেন, এই অবস্থান ধরে রাখতে হবে। এটি আমাদের জন্য বাস্তবতার নিরিখে বেশ কঠিন সময়। আমাদের কারণেই ওয়েস্ট ইন্ডিজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ওয়ানডে র‌্যাংকিংয়ে আমরা শ্রীলঙ্কারও উপরে। সুতরাং আমাদের নিয়ে মানুষের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। এটিকে আমাদের ধরে রাখতে হবে।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে