শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০১:৫৬:১৯

বাংলাদেশ নিয়ে প্রোটিয়া কোচের কথা

বাংলাদেশ নিয়ে প্রোটিয়া কোচের কথা

স্পোর্টস  ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রোটিয়া কোচের কিছু অপ্রিয় সত্য কথা : - 'তাদের (বাংলাদেশি ক্রিকেটার) একজনের গড় ৫০, অন্য জনের ২০; এটা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে কিছুই করা যাবে না। কমপক্ষে ২-৩ জনের গড় পঞ্চাশোর্ধ হতে হবে।

আরও দুই-তিন জনের গড় ৩০ এর কোটায় থাকতে হবে।  তাহলে আপনি দক্ষিণ আফ্রিকার মাটিতে কিছু করতে পারবেন। '- বাংলাদেশের ক্রিকেট নিয়ে এভাবেই বললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

ম্যাকেঞ্জির কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশের ক্রিকেট নিয়ে এসব মন্তব্য করার কিংবা আগ বাড়িয়ে উপদেশ দেওয়ার। বাংলাদেশি সাংবাদিকদের আগ্রহেই তিনি কথার ঝাঁপি খুলে বসলেন। ৯ বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ জাতীয় দল। এত লম্বা বিরতির মাঝে নিয়মিত 'এ' দল, অনূর্ধ্ব-১৯ দল কিংবা এইচপি দলকে পাঠানোর পরামর্শ দিলেন তিনি।

বললেন, 'দক্ষিণ আফ্রিকায় এসে খেলা কঠিন। উপ মহাদেশের সব দল দক্ষিণ আফ্রিকায় এসে গতি আর বাউন্সের সাতে লড়াই করে। ভালো দল হয়ে উঠতে হলে কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে। দেশের বাইরে বারবার সফর করতে হবে। বেশি বেশি সফর হতে পারে সব কন্ডিশনে মানিয়ে নেওয়ার সমাধান। '

বাংলাদেশি ব্যাটসম্যানদের সামর্থ নিয়ে তার কোনো সন্দেহ নেই। প্রথম ওয়ানডেতে চাপের মুখে মুশফিকের ব্যাটিংয়ে তিনি মুগ্ধ হয়েছেন। তরুণ ক্রিকেটাররাও তার দৃষ্টি আকর্ষণ করেছে।  তাহলে সমস্যাটা কোথায়?

ম্যাকেঞ্জির ভাষায়, ''বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান তরুণ।  ওরা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না ওরা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায় যথেষ্ট সফরের সুযোগ পেয়েছে।  এসব দেশে সফর করলে প্রচণ্ড গতি আর আগ্রাসী বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ থাকে। একটি দলকে প্রতিষ্ঠিত করতে হলে ধারাবাহিক এবং দলীয় পারফর্মেন্স দেখাতে হবে। '

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে