শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০৪:২৫:২৬

শেষ ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য শক্তিশালী একাদশ, দেখে নিন তালিকা

শেষ ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য শক্তিশালী একাদশ,  দেখে নিন তালিকা

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে সিরিজেও হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে দাড়িয়ে আছে বাংলাদেশ দল। সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা মাশরাফী-সাকিবরা রবিবার শেষ ওয়ানডেতে মাঠে নামবে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে।

যদিও হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ওপেনার তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমানকে পাচ্ছেনা টাইগার শিবির। ইনজুরির কারণে দুজনই ছিটকে গিয়েছেন শেষ ওয়ানডে এবং আসন্ন টি-টুয়েন্টি’র দল থেকে।

রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের শেষ ওয়ানডেটি। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবছেনা মাশরাফী বাহিনী।

গোড়ালির ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টাইগার একাদশে ছিলেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর ওপেনার তামিম ইকবাল প্রথম ওয়ানডেতে না খেললেও দ্বিতীয়টিতে ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন টাইগার একাদশে।

তবে শেষ ওয়ানডের আগে আবারো ইনজুরির কারণে ছিটকে পড়তে হলো তাঁকে। যেকারণে শেষ ওয়ানডেতে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।

প্রথম দুই ওয়ানডের মত শেষ ওয়ানডেতেও ওপেনিং পজিশনে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। তবে শেষ ওয়ানডেতে কায়েসের সঙ্গী কে হবেন সেটা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা।

প্রথম দুই ওয়ানডেতে টপ অর্ডারে নিজেকে প্রমাণ করতে পারেননি উইকেট রক্ষক লিটন দাস। যেকারণে শেষ ওয়ানডেতে ইমরুলের সঙ্গী হতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

তিন নম্বর পজিশনে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন লিটন আর প্রথমটিতে ব্যাট করেছেন সাকিব আল হাসান। যদি লিটনকে একাদশের বাইরে রেখে দল সাজানো হয় সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন মমিনুল হক।

এরপর যথাক্রমে ব্যাটিং অর্ডারে থাকবেন নির্ভরশীল ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মিস্টার ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ, হার্ড হিটার সাব্বির রহমান।

একাদশে সাত নম্বর পজিশনে আসতে পারে আরেকটি পরিবর্তন। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন নাসির হোসেন। সেক্ষেত্রে শেষ ওয়ানডেতে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পরখ করে দেখতে পারেন নির্বাচকরা।

আর মাশরাফীর সঙ্গে বোলিংয়ে দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে পেসার রুবেল হোসেনকে। আগের ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নামলেও শেষ ওয়ানডেতে চার পেসার এবং এক স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন প্রথম ওয়ানডেতে অভিষিক্ত পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর বল হাতে ব্যর্থ তাসকিন আহমেদের জায়গায় খেলতে পারেন পেসার শফিউল ইসলাম।

এদিকে একাদশে পরিবর্তন আসছে দক্ষিণ আফ্রিকারও। শেষ ম্যাচের জন্য ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলাকে বিশ্রামে রাখায় দলে অন্তর্ভুক্তি হতে পারে আরেক টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা এইডেন মার্করামের।

এছাড়াও আগের ম্যাচে জেপি ডুমিনি আশানুরূপ পারফর্ম করতে না পারায় শেষ ওয়ানডেতে জায়গা হতে পারে টেম্বা বাভুমার।

দেখে নিন, শেষ ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য শক্তিশালী একাদশ : -
► বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):-

ইমরুল কায়েস, লিটন কুমার দাস,  মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন/ নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ/ শফিউল ইসলাম

► দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য):-

এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি/টেম্বা বাভুমা, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দাইল ফেহলুকায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, ইমরান তাহির।

এমটিনিউজচ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে