সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০৮:০৭:৩৭

বাংলাদেশ দলের হারের আসল কারণ জানালেন আকরাম খান

বাংলাদেশ দলের হারের আসল কারণ জানালেন আকরাম খান

আন্তর্জাতিক ডেস্ক  : বাংলাদেশ দলে যেন নিজেদেরকে বিদেশের মাটিতে প্রমানই করতে পারে না।  বারবার হারতে হচ্ছে বিদেশের মাটিতে গিয়ে।  আর এবার সাউথ আফ্রিকায় গিয়ে টেস্ট এবং ওয়ানডেতে হোয়াইটওয়াশ হতে হল বাংলাদেশকে। 

আর এই হার নিয়ে বাংলাদেশ দল শঙ্কিত।  কেননা আগের বাংলাদেশ দল যেন এই দলের মাঝে বারবার উকি দিচ্ছে।  আর এই ব্যাপারে মুখ খুললেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক আকরাম খান।

আকরাম খান বলেন ,' আসলে পারফরম্যান্স তো খুবই খারাপ।  আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা খেলতে পারছি না।  শুরু থেকেই আমরা ব্যাকফুটে চলে গেছি, এখন এখান থেকে উঠে আসা অনেক কঠিন হয়ে যাচ্ছে।  টেস্ট এবং ওয়ানডে কোনটাই আমরা ভালো করতে পারিনি।  আমাদের পুরো দলের কিছুই ভালো হচ্ছেনা, বোলিং বলেন আর ব্যাটিং বলেন। '

 বাংলাদেশ দলের হারের আসল কারণ জানিয়ে আকরাম খান বলেন ,' আরেকটা ব্যাপার হলো অনেকদিন পর বাংলাদেশ খারাপ খেলছে তো; মানসিকভাবে অনেক ডাউন হয়ে গেছে তারা।  এর আগে দেখা গেছে আমাদের কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছিল কিন্তু এবার পুরো দলটাই ফেইল করছে। 

পুরো দলটাই ভেঙে পড়ছে। ’ এই অবস্থা থেকে বের হতে টাইগারদেরই ভালো কিছু ইনিংস খেলতে হবে।  আকরামের ভাষায়, ‘এখন এটা থেকে বের হতে হলে ওদেরই কিছু করতে হবে।  একটা ভালো ইনিংস খেললেই আত্মবিশ্বাস চলে আসবে। '

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে