সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০৮:৫৭:০০

বিদেশের মাটিতে যে লজ্জাকর রেকর্ড করলো বাংলাদেশ

বিদেশের মাটিতে যে লজ্জাকর রেকর্ড করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  :    বাংলাদেশ দলে যেন নিজেদেরকে বিদেশের মাটিতে প্রমানেই করতে পারে না।   বারবার হারতে হচ্ছে বিদেশের মাটিতে গিয়ে।   আর এবার সাউথ আফ্রিকায় গিয়ে টেস্ট এবং ওয়ানডেতে হোয়াইটওয়াশ হতে হল বাংলাদেশকে। 

হোয়াইটওয়াশের থেকেও বড় কথা হল বাংলাদেশ বিদেশের মাটিতে প্রায় ৬ বছর পর ২০০ রান বা তার থেকেও বেশি রানের ব্যবধানে বিদেশের মাটিতে হেরেছে। বিদেশের মাটিতেও এমন লজ্জাকর রেকর্ড করলো বাংলাদেশ ।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে এই আফ্রিকার বিপক্ষেই ২০৬ রানে হেরেছিল টাইগাররা।  সেবার ঢাকার হোম অফ ক্রিকেট মিরপুরে আফ্রিকার ছুঁড়ে দেওয়া ২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭৮ রানে অলআউট হয়েছিলো টাইগাররা।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে