মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭, ০৬:৩২:৫৩

সাকিব-তামিমদের জন্য বিসিবির কঠোর পদক্ষেপ গ্রহণ!

সাকিব-তামিমদের জন্য বিসিবির কঠোর পদক্ষেপ গ্রহণ!

স্পোর্টস ডেস্ক: দিনে দিনে বিদেশি লিগ গুলোতে খেলার চাহিদা বেড়েই চলছে বাংলাদেশী ক্রিকেটারদের।  কিন্তু তাদের জন্য বিদেশি লিগে খেলা সীমিত করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  বছরে দুটির বেশি বিদেশি লিগে অংশগ্রহণ করতে পারবেন না সাকিব-তামিমরা।

কারণ একজন ক্রিকেটারকে সর্বোচ্চ দুটি বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  তবে একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে তাদের জন্য।  আর এ ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলার ব্যাপারে বোর্ড নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।  যার ফলে আমরা একজন ক্রিকেটারকে সর্বোচ্চ দুটি বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেবো।  খেলোয়াড়দের সর্বোচ্চ পরিমাণে বিশ্রাম দিতে চায় আমরা।  কারণ আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য যেন সবাইকে দলে পাওয়া যায়, আমরা সেটাই নিশ্চিত করতে চাই।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে