মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭, ১১:১৭:৪১

'অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা যা ইচ্ছে তা বলে যাবে, তা আমরা মেনে নিবো না'

'অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা যা ইচ্ছে তা বলে যাবে, তা আমরা মেনে নিবো না'

স্পোর্টস ডেস্ক: স্লেজিংয়ে দাপুটে অস্ট্রেলিয়া দল।  খেলা পারুক আর না পারুক সবসময়েই মুখ্র লড়াই চালিয়ে যাবে তারা।  তাইতো ভারত সফরের সময় বিরাট কোহলি সরাসরি বলে দিয়েছিলেন তারা যদি আর কখনোই উলটা পালটা কথা বলে তাদের সাথে ইন্ডিয়া দল সম্পর্ক রাখবে না।  তাই এবার ভারত সফরেও তেমন একটি স্লেজিং করতে দেখা যায়নি অস্ট্রেলিয়াকে।  তবে ভারতের সাথে না করলেও তারা এবার সেটা শুরু করে দিয়েছে ইংল্যান্ডের সাথে।  তবে এবার অস্ট্রেলিয়াকে এক হাতে নিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক।

অস্ট্রেলিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'অনেক কথা হচ্ছে।  তার মধ্যে কয়েকটা রোমাঞ্চকর, কয়েকটা একদম ফালতু কথা বার্তা।  বিশেষ করে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় যা বলছেন তা তো যাচ্ছেতাই। '

অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ অ্যাশেজের সঙ্গে এবারটা মেলাতে নারাজ জো রুট।  এবার তারা অনেক বেশি পরিণত হয়েই নামবেন, বলছেন ইংলিশ দলপতি, 'গতবার কি হয়েছিল বাদ দিন।  আমার মনে হয়, এবার আমরা অনেক বেশি পরিণত।  নিশ্চিত করতে হবে আমরা যেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারি।  আমরাও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। '
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে