বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ১২:৫০:৫৫

মাশরাফিকে কৃতিত্ব অবশ্যই দিতে হবে, তার নেতৃত্বগুণ অনন্য: গেইল

মাশরাফিকে কৃতিত্ব অবশ্যই দিতে হবে, তার নেতৃত্বগুণ অনন্য: গেইল

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার বিপিএলের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত অধিনায়কত্বে স্বপ্ল পুঁজি নিয়েও আসরের সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে এই জয় পায় রংপুর।

জয়ে বড় অবদান ছিল ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলেরও। আবারও পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে তিনি হয়েছেন ম্যাচসেরা। ম্যান অব দ্যা ম্যাচ-এর পুরষ্কার গ্রহণ করতে এসে গেইল নিজের ইনিংস সম্পর্কে বলেন, ‘ওই রান গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। রান পাওয়াতে ভালো লাগছে। এমন উইকেটে রান পাওয়াটা কঠিন। আমরা ১৪০ রানের বেশি করার দিকে নজর দিচ্ছিলাম অবশ্যই। কিন্তু এসব উইকেটে ব্যাট চালানো কঠিন। নতুন বলে আমাদের বোলাররাও দারুণ বল করেছে। আমাদের বোলারদের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। ১৪২ রান অতিক্রম করতে না দেওয়াটা সহজ নয়।’
এ সময় অধিনায়ক মাশরাফির প্রশংসা করেন তিনি। গেইলের ভাষ্য, ‘আমাদের দলে বড় কিছু নাম আছে। তাই ভালো খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। তাদের দলেও বড় কিছু নাম আছে। আমাদের অধিনায়ক মাশরাফিকে কৃতিত্ব অবশ্যই দিতে হবে, তার নেতৃত্বগুণ অনন্য। বোলারদের সে খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছে।’
এদিকে দলের যখন ৩ বলে প্রয়োজন ৪ রান, তখন টানা দুই বল ডট খেলে সমালোচনার স্বীকার হচ্ছেন ঢাকার ক্যারিবীয় ব্যাটসম্যান কাইরন পোলার্ড। তবে তার এমন খেলার যুক্তি খুঁজে পাচ্ছেন দলটির পেসার আবু হায়দার রনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওর হয়ত পরিকল্পনা ছিল ছক্কা মারার। ওর জন্য আসলে দুটি বলই প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত পরিকল্পনা সফল হয়নি।’

রনি বলেন, ‘আমার মনে হয় না সে খুব খারাপ পরিকল্পনা করেছিল। ওই মুহূর্তে আসলে ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানকে স্ট্রাইকে পাঠালে ঝুঁকি থাকতে পারে। তার পরিকল্পনা ঠিকই ছিল। কারণ ছক্কা মারার সামর্থ্য তারই আছে। তার নিজের ওপর বিশ্বাস রাখারই দরকার ছিল।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে