বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ১১:১৫:৩৮

মেসিকে নিয়ে চমকের মধ্যেও গ্রুপ চ্যাম্পিয়ন বার্সা!

মেসিকে নিয়ে চমকের মধ্যেও গ্রুপ চ্যাম্পিয়ন বার্সা!

স্পোর্টস ডেস্ক: শুরুতে বসিয়ে রাখা হয়েছিল সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে। তার খেসারত কি বার্সেলোনাকে দিতে হয়েছে? সম্ভবত হয়নি। তিনি নামার পরও ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে  গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে উঠে গেছে স্প্যানিশ লিগের দলটি।

মঙ্গলাবারের ম্যাচটিতে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন একটা সুবিধা করতে পারেনি এরনেস্তো ভালভেরদের দল।

১৮তম মিনিটে পাওলো দিবালার শট ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২২তম মিনিটে রাকিতিচের ফ্রি-কিকে মাথা বা পা ছোঁয়াতে পারেননি ডি-বক্সে জটলায় থাকা কেউই। বল এক ড্রপ খেয়ে পোস্টে লেগে ফিরে।

ম্যাড়মেড়ে প্রথমার্ধে উল্লেখযোগ্য ঘটনা আর ছিল কেবল ডাইভ দিয়ে পাওলিনিয়োর হলুদ কার্ড দেখা।

৫৬তম মিনিটে জেরার্দ দেউলাফেউয়ের বদলি হিসেবে নামেন মেসি। তবে ম্যাচে এর তেমন কোনো প্রভাব পড়েনি।

৬৪তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়। চার মিনিট পর নিজে শট না নিয়ে লুইস সুয়ারেসকে বল বাড়াতে গিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন লুকাস দিনিয়ে।

যোগ করা সময়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার আচমকা গড়ানো শট ডানে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভে দলকে শীর্ষে রেখে শেষ ষোলোতে উঠিয়ে দেন টের স্টেগেন।

কাম্প নউয়ে প্রথম লেগে মেসির জোড়া গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা।

‘ডি’ গ্রুপে পাঁচ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১১। তিন পয়েন্ট পিছিয়ে থেকে শেষ ষোলোতে কাতালান দলটির সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে ইউভেন্তুস।

গ্রুপের অন্য ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের আশা টিকিয়ে রেখেছে পর্তুগালের স্পোর্তিং।

‘বি’ গ্রুপে নেইমার আর এদিনসন কাভানির জোড়া গোলে স্কটল্যান্ডের সেল্টিককে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেই আছে পিএসজি। অন্য ম্যাচে অ্যান্ডারলেখটকে তাদেরই মাঠে ২-১ গোলে হারানো বায়ার্ন মিউনিখ ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

‘সি’ গ্রুপে উইলিয়ানের জোড়া গোলে আজারবাইজানের ক্লাব কারাবাখকে ৪-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে চেলসি। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে রোমাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠার আশা বাঁচিয়ে রেখেছে আতলেতিকো মাদ্রিদ।

৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালির ক্লাব রোমা। ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে স্পেনের ক্লাব আতলেতিকো।

‘এ’ গ্রুপে বাসেলের মাঠে ১-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে জোসে মরিনিয়োর দল। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ডের দল বাসেল।

অন্য ম্যাচে পর্তুগালের দল বেনফিকাকে ২-০ গোলে হারিয়ে সমান ৯ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে ওঠার ভালো সম্ভাবনা ধরে রেখেছে স্পার্তাক মস্কো।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে