বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ১২:১৫:০৫

জুমআর নামাজের জন্য এক ঘণ্টা পরে শুরু হচ্ছে বিপিএল

জুমআর নামাজের জন্য এক ঘণ্টা পরে শুরু হচ্ছে বিপিএল

স্পোর্টস ডেস্ক: দুইদিন বিরতির পর খুলনা-রংপুর ম্যাচ দিয়ে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের পর্দা উঠবে। আগামীকাল শুক্রবার দুপুর ২টায় খেলা শুরু হবে। অন্যসব ম্যাচ একটায় হলেও এ দিন জুমআর নামাজের জন্য এক ঘণ্টা পরে শুরু হচ্ছে খেলা। এর আগেও বিপিএল ম্যাচে এমনটি করে হিয়। ঐ একই দিন সন্ধ্যা ৭টার ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসকে মোকাবিলা করবে সিলেট সিক্সার্স।
 
চট্টগ্রামে মোট ১০টি ম্যাচ শেষে আবারো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরবে বিপিএল উত্তেজনা। যার শেষটা হবে ১২ ডিসেম্বরের ফাইনালের মধ্যদিয়ে।
 
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বিপিএলের নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম আসরের পর্দা উঠে। ৮টি ম্যাচ আয়োজিত হয় সিলেটে। ইতিমধ্যে বেশ কয়েকটি দল চট্টগ্রাম এসে পৌঁছেছে। এই পর্বে খেলার জন্য তবে আগেভাগে আসা চট্টগ্রামের দল ভাইকিংস এসেই মাঠে নেমে পড়েছে।
 
চট্টগ্রামে আসার তৃতীয় দিনে গতকাল মাঠে কোন অনুশীলনে নামেনি চিটাগাং ভাইকিংস। টানা দুই দিন মাঠে অনুশীলনের পর গতকাল বুধবার দিনটা কাটিয়েছে ভাইকিংসরা জিম এবং সুইমিং পুলে। সকালে চিটাগাং ক্লাবের জিমে প্রায় এক ঘণ্টারও বেশি সময় কাটান মিসবাহ-রনকি-এনামুলরা।
 
চট্টগ্রামের ভাইকিংস দলের কোচ নুরুল আবেদীন নোবেল জানালেন তাদের লক্ষ্যের কথা, ‘আমরা তাকিয়ে আছি চট্টগ্রামে ভাল কিছু করার। কারণ এটি আমাদের হোম গ্রাউন্ড। যদিও ক্রিকেটে মাঠ কিংবা সমর্থক কখনো কখনো বড় প্রেরণার উৎস হিসেবে কাজ করে। তাই আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা দিতে।’
২৩ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে