বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ০১:০০:০১

অকল্পনীয় ঘটনা ঘটতে যাচ্ছে এলক্লাসিকোতে

অকল্পনীয় ঘটনা ঘটতে যাচ্ছে এলক্লাসিকোতে

স্পোর্টস ডেস্ক: দেশটার নাম স্পেন। ম্যাচের না এলক্লাসিকো। এমনটা যদি হয় তাহলে আমাদের চোখে ভেসে উঠে ম্যাচটি নিশ্চই রাত ১২:৪৫ মিনিটে। কারন এই সময়েই ক্লাসিকো দেখে অভ্যস্ত আমরা। কিন্তু ক্লাসিকো হচ্ছে দুপুরে। ভাবুনতো যদি এমনটা হয় তাহলে কেমন হবে? অকল্পনীয় ঘটনা ঘটতে যাচ্ছে এলক্লাসিকোতে।

হ্যা, এবার তেমনটাই হতে যাচ্ছে স্পানিশ এই দুই দলের লড়াইয়ে।  বিশ্ব ফুটবলে এশিয়া একটি বড় বাজার।  আর এই বাজার ধরতেই ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াইটি দুপুরে এগিয়ে নিয়ে আসার কথা ভাবছে লালীগা কমিটি।

লা লিগা অডিও-ভিসুয়াল বিভাগের অন্যতম কর্তা রজের ব্রসেল এই বিষয়ে বলেন, আমরা ভারতীয় ভক্তদের কথা মাথায় রাখছি।  ভারতসহ-এশিয়ার দেশগুলোর কথা ভেবেই এই সূচি। ভারতের মতো দেশ টাইম জোনের হিসেবে আমাদের চেয়ে এগিয়ে।  তাই ওখানে যত বেশি সংখ্যক মানুষ ম্যাচটা দেখতে পারে, সেটা মাথায় রেখেই সময় বদলের সিদ্ধান্ত। ’

এই মৌসুমের প্রথম ক্লাসিকো আগামী সান্তিয়াগো বার্নাবুতে আগামী ২৩ ডিসেম্বর।  আর এই ম্যাচটি দিয়েই দুপুরের ক্লাসিকো শুরু হবে।

গত মৌসুম থেকেই ভারতীয় বাজার ধরতে দুপুরে কিছু ম্যাচ আয়োজন করেছিল লালীগা।  তবে ক্লাসিকোর মত ম্যাচ দুপুরে আয়োজন করার কথা তখন হয়তো ভাবেনি কেউই।  কারন এই দুই দলে যে আছে মহা তারকারা।  দুপুরে ফুটবল খেলতে তাদের অনিহা।

কিন্তু এবার আর তাদের চাওয়ার খুব একটা গুরুত্ব দিচ্ছেনা লা লীগা কমিটি।  আর সেজন্য ক্লাসিকো অনুষ্ঠিত হবে দুপুরেই।  আর দুপুরে ক্লাসিকো হলে যে টিভির পর্দায দর্শক সংখ্যাটা বেড়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখেনা।
২৩ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে