বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ০৭:০৫:০২

‘বিধ্বংসী’ নেইমারে বিস্মিত নন আলভেজ

‘বিধ্বংসী’ নেইমারে বিস্মিত নন আলভেজ

স্পোর্টস ডেস্ক: চলতি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪ বার বল জড়িয়েছে পিএসজি। যার এক চতুর্থাংশ এসেছে নেইমারের থেকে। বুধবার রাতে সেল্টিকের বিপক্ষেও জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে করিয়েছেন একটি।

চলতি মৌসুমে প্রায় ম্যাচেই এমন বিধ্বংসী রূপে দেখা দেয়া নেইমারে মোটেও বিস্মিত নন তার ক্লাব এবং জাতীয় দল সতীর্থ দানি আলভেজ। ভবিষ্যতেও নেইমারের এমন পারফরম্যান্স বজায় থাকেবে বলেই বিশ্বাস আলভেজের।

চলতি মৌসুমের শুরুতে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখানোর পর প্যারিসের দলটির মধ্যমণিতেই পরিণত হয়েছেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ২১ গোলে অবদান আছে ব্রাজিল ওয়ান্ডার বয়ের। যার মধ্যে নিজেই করেছেন ১৩ গোল।

ব্রাজিলিয়ান সতীর্থের পাশাপাশি চলতি মৌসুমেই জুভেন্টাস থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন আলভেজ। দুই ব্রাজিলিয়ান একসঙ্গে খেলেছেন বার্সাতেও। জাতীয় দল এবং ক্লাবে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকেই জানালেন, নেইমারের এমন ফর্মে মোটেও বিস্মিত নন ব্রাজিলিয়ান রাইটব্যাক।

‘সে (নেইমার) পিএসজিতে এসেছে এ কারণেই। আর এতে মোটেও অবাক হইনি আমি’ -বুধবার সেল্টিক ম্যাচের পর সংবাদ মাধ্যমকে এভাবেই বলেছেন আলভেজ।

কেন অবাক হননি সেটির ব্যাখ্যাও দিয়েছেন আলভেজ, ‘আমি বিস্মিত নই এ কারণে যে, নেইমার তার ক্যারিয়ারজুড়েই এমন দুর্দান্তভাবে খেলে গেছে। আর পিএসজিতেও ব্যতিক্রম হবে না। সে পিএসজিতে এসেছে অন্য দলের সঙ্গে একটি পার্থক্য গড়ে দেয়ার জন্যই।’
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে