বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ০৮:৩১:৫২

‘যেমন খুশি তেমন সিদ্ধান্ত’র রাজা ভালভার্দে

‘যেমন খুশি তেমন সিদ্ধান্ত’র রাজা ভালভার্দে

স্পোর্টস ডেস্ক: মেসিকে বসিয়ে রেখে জুভেন্টাসের বিপক্ষে একাদশ সাজানো! বড় কোন দলের বিপক্ষে অতীতে বার্সেলোনার কোন কোচ এমন সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে রেকর্ড ঘেঁটে পাওয়া যাচ্ছে না! কিন্তু আর্নেস্টো ভালভার্দে নিয়েছেন।

তাতে তিনি সফল, আবার সফলও না। তবে সমালোচনার তোয়াক্কা না করে সাহসী সিদ্ধান্ত নিতে তিনি যে পারঙ্গম, সেটাই যেন জুভেন্টাসের বিপক্ষে দেখিয়ে দিলেন চলতি মৌসুমেই দায়িত্ব পাওয়া কাতালাদের নতুন কোচ।

বুধবার তুরিনে জুভদের বিপক্ষে একপ্রকার জুয়াই খেলেছেন ভালভার্দে। মেসির বদলি আক্রমণের দায়িত্ব চাপান পাউলিনহোর কাঁধে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ম্যাচে খেলিয়েছেন ফলস নাইন হিসেবে। নিয়মিত ফর্মেশন ৪-৩-৩ এ দলকে না খেলিয়ে তুরিনের দলটির বিপক্ষে বার্সাকে খেলিয়েছেন ৩-৫-২, ৪-৪-২ এবং ৪-২-৩-১ ফর্মেশনে।

এমন খেলায় বার্সা গোল কিংবা জয় কোনটাই পায়নি। আবার জুভদের বিপক্ষে খায়নি গোলও। গোলশূন্য ড্রয়ের পরও গ্রুপ সেরা হয়েই চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলো নিশ্চিত হয়ে গেছে কাতালান ক্লাবটির।

তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে প্রথম একাদশ নিয়েই কথা হয়েছে বেশি। অতীতে মেসিকে বসিয়ে রেখে রায়ো ভায়কানোর বিপক্ষে ৪-০ গোলে জিতেও গণমাধ্যমের তোপে পড়েন সাবেক বার্সা কোচ টাটা মার্টিনো। আর্জেন্টাইন অধিনায়ককে সাইডবেঞ্চে বসিয়ে প্রায় চাকুরী হারানোর দশা হয়েছিল লুইস এনরিকের। কিন্তু বুধবার গণমাধ্যম এক প্রকার চুপই মেরে গেছে ভালভার্দের খেলার ধরণ দেখে।

প্রথা ভাঙ্গা যেন এক প্রকার নেশাই হয়ে গেছে ভালভার্দের। লা লিগায় একেক ম্যাচে একেক ফর্মেশনে খেলাচ্ছেন বার্সাকে। তাতে অন্য দলগুলো যেন বুঝেই উঠতে পারছে না স্প্যানিশ জায়ান্টদের খেলার ধরণ।

গণমাধ্যমের সমালোচনা থেকে আরেকটি কারণে ছাড় পাচ্ছেন বার্সা কোচ। রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি তার দল। এর আগে দলের সেরা তারকাকে খানিকটা হলেও বিশ্রাম দিতে পেরেছেন তিনি। টানা কয়েক ম্যাচে ৯০ মিনিট খেলার ধকল থেকে কিছুটা রেহাই পাওয়ায় মেসি রোববার কিছুটা ফুরফুরে মেজাজে হলেও যে মাঠে নামতে পারবেন।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে