শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭, ০৮:৫০:০১

ঢাকা ও কুমিল্লাকে টপকে শীর্ষে যে দল

ঢাকা ও কুমিল্লাকে টপকে শীর্ষে যে দল

স্পোর্টস ডেস্ক  :  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট, ঢাকা পর্ব শেষে আজ শুরু হয়েছে চট্টগ্রাম পর্ব।  আর তা শুরু হয়েছে খুলনা টাইটান্স-রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে।  আজ শুক্রবার দুপুরের এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে খুলনা।   ঢাকা পর্বে টানা দুই ম্যাচ জিতে মুখোমুখি হচ্ছে দল দুটি।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহর খুলনা।  যার ফলে গেইল-ম্যাককালামদের সামনে রয়েছে ১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর।  কিন্তু আজ খুলনার বিপক্ষে জ্বলে উঠতে পারলেন না গেইল-ম্যাককালাম।

ব্যক্তিগত ২ রান করেই আফিফের বলে আরিফুলের ক্যাচে সাঝঘরে ফেরেন তিনি।  অন্যদিকে ব্যক্তিগত ১৬ রান করেই আবু জায়েদের বলে উইকেট রক্ষকের ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন গেইল। 

তবে নাহিদুল ইসলাম ও রবি বোপারার ব্যাটে এগিয়ে যাচ্ছিল রংপুর।  কিন্তু ৫৮ রানে নাহিদ এবং ৫৯ রানে বোপারা সাঝঘরে ফেরেন।  নির্ধারিত ২০ ওভারে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান।  এতে ৯ রানেই জিতে যায় খুলনা টাইটান্স।

আর এ জয়ের ফলেই ঢাকা কুমিল্লাকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল খুলনা টাইটান্স। ঢাকা-কুমিল্লাকে টপকে শীর্ষে খুলনা টাইটান্স!  ৮ ম্যাচে ৫ জয় ২ হার এবং এক ড্রতে খুলনার পয়েন্ট ১১।  অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ডাইনামাইটস।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে