শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭, ০৯:২৮:৪০

আউটের পরও আক্ষেপ নেই মাহমুদউল্লাহর

আউটের পরও আক্ষেপ নেই মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক  :  লংঅন থেকে দৌড়ে মিড উইকেটের দিকে আসলেন ব্রেন্ডন ম্যাককালাম।  কারণ আরও একটি ছক্কার জন্য উড়িয়ে মেরেছেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ।  মনে হচ্ছিল ছয় না হলেও চার হবেই।  কিন্তু অনেকটা বাজপাখির মতো ছো মেরেই ধরে ম্যাককালাম লুফে নিলেন বলটা।  কিন্তু বল ধরলেই কি হবে? শরীরের নিয়ন্ত্রণও তো রাখতে হবে।

পারছিলেন না রাখতে।  মুহূর্তের সিদ্ধান্তে করলেন কাজের কাজটা।  বাইন্ডারি লাইনে ছাড়া হওয়ার আগেই বল ছুড়লেন সতীর্থ নাহিদুল ইসলামের দিকে।  তাতেই আউট মাহমুদউল্লাহ।  এমন আউটের পরও আক্ষেপ নেই খুলনার নেতার।  কারণ বল মারার পরই বুঝে গিয়েছিলেন এটা ক্যাচ বানিয়ে ছাড়বেন ম্যাককালাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রথম ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চকর জয়ই পেয়েছে খুলনা টাইটান্স।  সামনে থেকে নেতৃত্ব নিয়ে ৫৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।  তার ইনিংসেই লড়াই করার পুঁজি পায় দলটি।  এ রান তাড়ায় জয়ের পথেই ছিল রংপুর।

  ১০০ রানের দারুণ এক জুটি গড়ে ম্যাচ প্রায় ছিনিয়ে নিচ্ছিলেন ইংলিশ রিক্রুট রবি বোপারা ও এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা নাহিদুল ইসলাম।  কিন্তু শেষ দিকে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ হাসি হাসে খুলনাই।  কিন্তু সামান্য উনিশ বিশ হলেই হারতে হতো তাদের।  আর তখন কি মাহমুদউল্লাহর এমন আউট আক্ষেপের কারণ হয়ে দেখা দিতো না?

শুক্রবার মাশরাফি বিন মুর্তজার দলকে ৯ রানে হারিয়ে আসার পর সংবাদ সম্মেলন।  আর সেখানে এমন প্রশ্নে স্মিত হাসেন মাহমুদউল্লাহ।  কোন রাখ-ঢাক না রেখেই জানিয়ে দিলেন, বল সীমানা পার না হলে ম্যাককালাম ওই ক্যাচ ধরবেন এটা জানতেন তিনি।  এর আগেও এমন অনেক ক্যাচ ওই নিউজিল্যান্ডার ধরেছেন বলেই এ ধারণা হয়েছিল মাহমুদউল্লাহর, ‘হ্যাঁ, ভেবেছিলাম ক্যাচ হয়ে যাবে।  কারণ ও (ম্যাককালাম) অভিজ্ঞ ফিল্ডার।  এর আগেও এমন ক্যাচ অনেক ধরেছে। ’

সাম্প্রতিক সময়টা বেশ দারুণ কাটছে মাহমুদউল্লাহর।  দল জয়ের ধারায় আছে।  আর রানের ধারায় আছেন তিনি।  টানা দুটি হাফসেঞ্চুরি তুললেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।  এর আগের ম্যাচেও খেলেছিলেন হার না মানা ৪৮ রানের ইনিংস।  ইনিংস শেষে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারীর আসনটিও পেয়েছিলেন।  ৭ ম্যাচে এখন তার মোট সংগ্রহ ২৪৮ রান।  যদিও পরে শীর্ষস্থান খোয়া যায় রবি বোপারার কাছে।  তবে ব্যাটের ধারাবাহিকতা আছে, জয়ও পাচ্ছে দল, পয়েন্ট টেবিলের শীর্ষে এখন খুলনা।  মাহমুদউল্লাহ তাতেই খুশি।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে