শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০৯:১০:৫৪

নামে নয়, কাজেও রাজা

নামে নয়, কাজেও রাজা

মাহবুব মিলন: তাণ্ডব দেখে মনে হচ্ছিলো, অপেক্ষার অবসান বুঝি হতে যাচ্ছে! কিন্তু হলো না! ৯৫ রানে আউট হয়ে গেলেন সিকান্দার রাজা! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে সেঞ্চুরি রয়ে গেল অধরাই!

তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটকে তরবারী বানিয়ে যেভাবে শাষণ করেছেন রাজা, তা দারুণ আনন্দ দিয়েছে দর্শকদের। সিলেট সিক্সার্সের বোলারদের বড় নির্মমভাবে শায়েস্তা করেছেন চিটাগং ভাইকিংসের এই জিম্বাবুয়ান ব্যাটসম্যান।

লুক রনকি আউটের পর যখন উইকেটে আসেন রাজা, তখন চিটাগংয়ের রান ছিল ৭.১ ওভারে ৬৫/৩। পরের ১৪৬ রানের মধ্যে ৯৫ই নিয়েছেন রাজা। স্টিয়ান ভ্যানজিলের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছেন ৭৩ রানের জুটি।

রাজা ফিফটি (৫৩) পূর্ণ করেন ৩০ বলে। পরের ৪২ করতে লাগিয়েছেন মাত্র ১৫ বল! শেষ ওভারে ৯৫ রানের মাথায় কামরুল ইসলাম রাব্বিকে তুলে মারতে গিয়ে আউট হন আন্দ্রে ফ্লেচারের হাতে ক্যাচ দিয়ে। ৪৫ বলের ইনিংসে হাঁকিয়েছেন বিশাল ৬টি ছক্কা এবং বাউন্ডারি মেরেছেন ৯টি।

চলমান বিপিএলে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। পেছনে পড়ে গেল চিটাগংয়েরই রাজার সতীর্থ নিউজিল্যান্ডের লুক রনকির করা ৭৮ রান।

উল্লেখ্য, বিপিএলের আগের চার আসরে সেঞ্চুরি হয়েছে ৯টি। পাশাপাশি নব্বইয়ের কোটায় যাওয়া ইনিংস দেখা গেছে ৫টি।

তবে ওই পাঁচবারই ব্যাটসম্যানরা অপরাজিত ছিলেন। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রাজা নব্বই ছাড়ালেও তিনিই এক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হলেন!

প্রায় ৩১ বছর বয়সী সিকান্দার রাজার আন্তর্জাতিক ও ঘরোয়া, সব মিলিয়ে ৬৮ টি-টোয়েন্টি ম্যাচে এই ৯৫ রানই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। আগের নয়টি হাফ সেঞ্চুরির মধ্যে সেরা ছিল ৯৩ রান। মূলত তার ঝড়ো ব্যাটিংয়েই ২১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় ভাইকিংস।

নামে যেমন, কাজেও তো গেইল-ম্যাককালামদের ছাপিয়ে এবারের বিপিএলের ‘রাজা’ হয়ে গেলেন সিকান্দার!

বিপিএলের আগের আগের পাঁচ নব্বই

    ১. নেদারল্যান্ডসের রায়ান টেন ডনক্যাটে: চিটাগং কিংসের হয়ে খুলনা রয়্যাল বেঙ্গলসের বিপক্ষে অপরাজিত ৯৫ (৬১ বলে, চার ৭, ছক্কা ৪)। মিরপুর, ৭ ফেব্রুয়ারি ২০১৩।

    ২. বাংলাদেশের শামসুর রহমান শুভ: রংপুর রাইডার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে অপরাজিত ৯৮ (৯৫ বলে, চার ৪, ছক্কা ৮)। মিরপুর, ৭ ফেব্রুয়ারি ২০১৩।

    ৩. অস্ট্রেলিয়ার ট্রাভিস বির্ট: খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে অপরাজিত ৯৪ (৫৬ বলে, চার ৬, ছক্কা ৬)। মিরপুর, ১১ ফেব্রুয়ারি ২০১৩।

    ৪. ইংল্যান্ডের জেসন রয়: চিটাগং কিংসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে অপরাজিত ৯২ (৫৫ বলে, চার ৮, ছক্কা ৪)। মিরপুর, ১৩ ফেব্রুয়ারি ২০১৩।

    ৫. ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল: বরিশাল বুলসের হয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে অপরাজিত ৯২ (৪৭ বলে, চার ৬, ছক্কা ৯)। মিরপুর, ৯ ডিসেম্বর ২০১৫।-খেলাধুলা
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে